চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

রাউজানে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

নিজস্ব সংবাদদাতা, রাউজান

২০ মে, ২০১৯ | ১:৫১ পূর্বাহ্ণ

বৌদ্ধ সম্প্রদায়ের জাতীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাউজানের বিনাজুরী-ইদিলপুর-জামুইন-ডোমখালী ভিক্ষু সংঘ ও বৌদ্ধ জনসাধারণে উদ্যোগে শান্তি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত ১৮ মে।
ইউনিয়ন পরিষদ ভবনের সামনে রাউজান শফিকুল ইসলাম চৌধুরী সড়ক থেকে শান্তি শোভাযাত্রা বের করা হয়। এর আগে উদ্বোধনী আলোচনা সভায় উদ্বোধক ছিলেন ইউপি চেয়ারম্যান সুকুমার বড়–য়া। প্রধান অতিথি ছিলেন রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ। আশীর্বাদক ছিলেন ভদন্ত বিনয়পাল মহাথেরো। বক্তব্য রাখেন বসুমিত্র বড়–য়া, দেবপ্রিয় বড়–য়া, চন্দন বড়–য়া, শাসন শ্রী মহাথেরো, রাজপাল থেরো, রাষ্ট্রপাল ভিক্ষু, বকুল বড়–য়া ও তরুণ বড়–য়া। এ শোভাযাত্রায় জীপ, ট্রাক, কার, মিনি ট্রাক, মোটর সাইকেল, অটোট্যাক্সিসহ শতাধিক যানবাহনে হাজার হাজার বৌদ্ধ নারী-পুরুষ অংশ নেয়। শোভাযাত্রাটি বিনাজুরী হয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক, শেষ সীমান্ত সর্ত্তারঘাট, পৌরসভা সদরসহ একাধিক ইউনিয়নে ঘুরে পুনরায় বিনাজুরীতে এসে শেষ হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট