চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ও আর নিজাম রোড আবাসিক এলাকা কল্যাণ সমিতির মতবিনিময়

২২ জানুয়ারি, ২০২০ | ৪:১৪ পূর্বাহ্ণ

ও আর নিজাম রোড আবাসিক এলাকা কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি এম.এ. সালামের নেতৃত্বে এক প্রতিনিধি দল গতকাল মঙ্গলবার সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগমের সাথে সৌজন্য মতবিনিময় করেন। বৈঠকে সমিতির নেতৃবৃন্দ জানান, আবাসিক এলাকায় গড়ে উঠা কয়েকটি স্কুল, কোচিং সেন্টার, আবাসিক হোটেল, হাসপাতাল এর অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল এবং যত্রতত্র পার্কিং এবং আবাসিক এলাকায় সৃষ্ট যানজটের কারণে স্থানীয় বাসিন্দারা অসহনীয় দুর্ভোগের স্বীকার হচ্ছেন। এলাকায় গড়ে উঠা বিভিন্ন স্কুল ও কোচিং সেন্টারে আগত ছাত্র-ছাত্রীদের যানবাহনের কারনে স্থানীয় বাসিন্দারা তাদের জরুরি প্রয়োজনীয় কার্যাদি সম্পন্ন করতে, তাদের সন্তানদের নগরীর বিভিন্ন স্কুলে যথাসময়ে পৌছাতে, এমনকি মুমূর্ষু রোগী পরিবহনে নিদারুণ সমস্যা সৃষ্টি হচ্ছে। কোচিং সেন্টারে আগত বহিরাগত ছাত্র-ছাত্রীদের রাস্তায় যেখানে সেখানে বিভিন্ন গ্রুপে আড্ডার নামে বিভিন্ন মাদকদ্রব্য পরিবহন, বিক্রয়, সেবন তথা বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে তাদের পারষ্পরিক ঝগড়া-বিরোধের কারণে প্রায়ঃশই এলাকায় মারামারি হচ্ছে ফলে এলাকার শান্তি শৃঙ্খলা পরিস্থিতির মারাত্বক অবনতি ঘটেছে, যা এখানকার শিশু-কিশোরদের চরিত্র গঠনের ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে। মহিলারাও বিভিন্ন ভাবে লাঞ্ছিত হচ্ছে, যাতে করে এলাকার বাসিন্দাদের রাস্তায় চলাচলে নিরাপত্তাহীনতায় ভুগছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম নেতৃবৃন্দের বক্তব্য শুনেন এবং বিদ্যমান সমস্যা সমূহ থেকে উত্তরণের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সর্বাত্বক সহযোগিতার আশ^াস প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন, ও আর নিজাম রোড আবাসিক এলাকা কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মনজুর মোর্শেদ ফিরোজ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নাসিম, সমাজ কল্যান সম্পাদক আব্দুল ওয়াদুদ আরজু, অর্থ সম্পাদক সালাউদ্দীন আহমেদ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক শাহিন দিল নেওয়াজ খান সোয়েব এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নওশাদ আহমেদ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট