চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইসলামিক ফ্রন্ট নেতৃবৃন্দের সাথে ফরিদ উদ্দীনের মতবিনিময়

২২ জানুয়ারি, ২০২০ | ৪:১৪ পূর্বাহ্ণ

সদ্য সমাপ্ত চট্টগ্রম -৮ উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ইসলামিক ফ্রন্ট প্রার্থী অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেন, রক্তার্জিত স্বাধীনতার সুদীর্ঘ ৪৮ বছর অতিক্রান্ত হলেও নির্বাচনের ক্ষেত্রে অদ্যাবধি একটি শক্তিশালী, টেকসই ও কার্যকর ব্যবস্থা গড়ে উঠেনি। যে কারণে স্বাধীনতা পরবর্তী যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তন্মধ্যে এমন কোন নির্বাচন বাদ যাবে না যেটি নিয়ে প্রশ্ন উঠে নি। সরকারের প্রভাবমুক্ত ও সম্পূর্ণ স্বাধীন একটি নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি নিশ্চিত করতে পারে বলে তিনি মন্তব্য করেন। চান্দগাঁও, পাঁচলাইশ ও বায়েজিদ ইসলামিক ফ্রন্টের উদ্যোগে গত ২০ জানুয়ারি বিকেল ২টায় মোহরাস্থ এক কমিউনিটি সেন্টারে নির্বাচনোত্তর অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত মন্তব্য করেন।
চান্দগাঁও থানা ইসলামিক ফ্রন্টের সভাপতি আলহাজ মাওলানা মোরশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি স ম হামেদ হোসাইন, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, স ম শহিদুল হক ফারুকী এম মহিউল আলম চৌধুরী, এ এস এম কাউসার, এম রাশেদুল ইসলাম রাশেদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট