চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

প্রকল্প উদ্বোধনকালে এমপি কমল

কচ্ছপিয়া ইউপির উন্নয়নকাজ দু’বছরেরই শেষ হবে

নিজস্ব সংবাদদাতা, রামু

২২ জানুয়ারি, ২০২০ | ৪:০৬ পূর্বাহ্ণ

তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল বলেছেন, আগামী দু’বছরের মধ্যে কচ্ছপিয়া ইউনিয়নের সকল প্রকার উন্নয়ন কাজ সমাপ্ত হবে।

কক্সবাজারের রামু উপজেলার দুর্গম এলাকা কচ্ছপিয়া ইউনিয়নে নবনির্মিত দোছড়ি আব্দুল হাকিম চেয়ারম্যান সেতু, বিভিন্ন রাস্তা, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবনসহ প্রায় ৩০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন তিনি। কচ্ছপিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে গত ১৯ জানুয়ারি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আইয়ুব। কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোহাম্মদ ইসমাইল নোমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি রিয়াজ উল আলম, উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম, কক্সবাজার জেলা পরিষদ সদস্য সামশুল আলম চেয়ারম্যান, নুরুল হক, নাইক্ষ্যংছড়ি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইমরান, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, কচ্ছপিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি জাহাঙ্গীর সিকদার, আব্দুর রহিম, জয়নাল আবেদীন, সিরাজুল ইসলাম ভুট্টো, ফরিদ আহমদ, নুরুল হক, নীতিশ বড়ুয়া, তপন মল্লিক, আবু বক্কর ছিদ্দিক, আনচারুল হক ভুট্টো, শফিকুল ইসলাম কাজল, নুরুল আলম জিকু, মোস্তাক আহমদ, মিজানুল হক রাজা, রাশেদুল হক বাবু, নজরুল ইসলাম, সেলিম, আজিজুল হক আজিজ, সাদ্দাম হোসেন, একরামুল হাছান ইয়াছিন, মনিরুল আলম, আবু তালেব, জাফর আলম, হেলাল সিকদার, লবা কর্মকার প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট