চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

আড়াই বছর পর কক্সবাজারে খুলে দেয়া হবে জন্ম-মৃত্যু নিবন্ধন সার্ভার

নিজস্ব সংবাদদাতা, কক্সবাজার

২২ জানুয়ারি, ২০২০ | ৪:০৫ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধন সার্ভার চালুকরণে সচেতনতা ও এলজিএসপি এবং ইএএলজি প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নবিষয়ক আলোচনা সভা গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) শ্রাবন্তী রায়ের সভাপতিত্বে সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। সভায় বক্তব্য রাখেন জেলা আ.লীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম মাহফুজুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলার চারটি পৌরসভা ও ৭১টি ইউনিয়নের মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর, সচিব ও উদ্যোক্তারা।

জন্ম-মৃত্যু নিবন্ধন সার্ভার শীঘ্রই কেন্দ্রীয়ভাবে খুলে দেয়া হবে বলে সভায় জানানো হয়। এর ফলে কক্সবাজারের স্থানীয় জনসাধারণ অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন, বিদ্যালয়ে

ভর্তি, পাসপোর্ট গ্রহণ, ভোটার তালিকায় নিজ নাম অন্তর্ভুক্তি ইত্যাদি ক্ষেত্রে সেবার সুযোগ পাবেন।

উল্লেখ্য, রোহিঙ্গা সংকটের কারণে ‘কক্সবাজার জেলার চারটি পৌরসভাসহ আট উপজেলায় দীর্ঘ আড়াই বছর যাবত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল অনলাইনে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট