চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পদোন্নতি দাবি কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি

পূর্বকোণ প্রতিনিধি ম রাঙামাটি

২২ জানুয়ারি, ২০২০ | ৪:০৫ পূর্বাহ্ণ

রাঙামাটিতে কেন্দ্রীয় ঘোষণার অংশ হিসেবে পদোন্নতি ও বেতন গ্রেড সম্মানজনক স্তরে উন্নীত করার দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) রাঙামাটি পার্বত্য জেলা শাখার উদ্যোগে কর্মবিরতি কর্মসূচি গত ২০ জানুয়ারি পালন করছে।

কর্মসূচির ১ম দিন গত সোমবার সকালে জেলা ও উপজেলা পর্যায়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে ১১টা পর্যন্ত নিজ নিজ অফিস চত্বরে অবস্থান কর্মসূচিতে অংশ নেন কালেক্টরেট সহকারী সমিতির রাঙামাটি জেলা শাখার সহকারী কর্মচারীরা।
জেলা প্রশাসক অফিস চত্বরে সমিতির জেলা শাখার সভাপতি জগৎ জ্যোতি চাকমা ও সাধারণ সম্পাদক মো. আনোয়ারের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করা হয়। ২য় দিনও একই কর্মসূচি পালন করা হবে বলে তারা জানান।

তারা আরো জানান, ২২-২৩ জানুয়ারি সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘন্টা কর্মবিরতি পালন করা হবে। এরপর ২৭-২৮ জানুয়ারি সকাল ৯টা হতে বেলা ১টা পর্যন্ত ৪ ঘন্টা এবং ২৫-২৭ ফেব্রুয়ারি পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হবে। দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়া না হলে ২৮ মার্চ আবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট