চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

মানবিকতায় সৃষ্টি হোক সামাজিক সব সমস্যা দূরীকরণের শক্তি

২২ জানুয়ারি, ২০২০ | ৩:১৯ পূর্বাহ্ণ

মানবিকতায় সৃষ্টি হোক সামাজিক সমস্যা দূরীকরণের শক্তি। মানুষ মানুষের জন্য এই স্লোগান নিয়ে আমাদের এগিয়ে আসতে হবে। সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে আগামী প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
সম্প্রতি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে মানবতার আহবান ফাউন্ডেশনের বর্ষপূর্তির আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এডভোকেট সাইফুদ্দিন আহমেদ সিদ্দিকী সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এএসএম বদরুল আনোয়ার। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাসিরউদ্দিন ও সাধারণ সম্পাদক এস এম সাইদুর রহমান নাবিলের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন আইন কণ্ঠ লিগাল এইড কমিটির চেয়ারম্যান এডভোকেট ফয়জুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফটিকছড়ি ভুজপুর শান্তিরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি সেলিম উদ্দিন, লায়ন আনোয়ারুল আজিম, কোহিনুর আকতার । অনুষ্ঠানে ৪০জন স্বেচ্ছাসেবী সংগঠনকে তাদের কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট