চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উপজেলার বিভিন্ন স্থানে ইফতার মাহফিলে বক্তারা

ধৈর্যের বিনিময়ে নির্ধারিত রয়েছে জান্নাত

মফস্বল ডেস্ক

২০ মে, ২০১৯ | ১:৫৩ পূর্বাহ্ণ

পবিত্র রমজান উপলক্ষে উপজেলার বিভিন্ন সংগঠনের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে। আয়োজিত মাহফিলে বক্তারা বলেন, রমজান সবর অর্থাৎ ধৈর্য ধারণের মাস। ধৈর্যের বিনিময়ে নির্ধারিত রয়েছে প্রশান্তিময় জান্নাত।
গাউছিয়া হক কমিটি হিঙ্গলা ১ ও ২ নং শাখা: নিজস্ব সংবাদদাতা জানান, রাউজানস্থ ১ নং শাখার উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। গত ১৭ মে হিঙ্গলা সিএনজি স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী সাবু। সংগঠনের সভাপতি তৌহিদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন, উপজেলা শাখার সভাপতি জাকের হোসেন, সাধারণ সম্পাদক ইউছুপ আলী, নির্বাহী সদস্য সাংবাদিক শফিউল আলম, ইউপি মেম্বার আজাদ হোসেন, ছাত্রলীগ নেতা সাজ্জাদ মাহামুদ ও সংগঠনের প্রচার সম্পাদক শাহাদাৎ হোসেন সাজ্জাদ। এর আগে হিঙ্গলা ২ নং শাখার উদ্যোগে ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাফর আহম্মদ। সাধারণ সম্পাদক কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা বাবর ও আবদুল খালেক সওদাগর।
খেলাফত মজলিস কক্সবাজার: সংগঠনের শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শহর সভাপতি মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন গণ মানুষের সংগঠন খেলাফত মজলিসের কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মুফতি আবু মূসা। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা নুরুল্লাহ জিহাদী, জেলা সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ নাঈম। সাধারণ সম্পাদক মাওলানা ইমরান উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা রফিকুল ইসলাম আরমান, সহ-সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আমির হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মজিদ, প্রচার সম্পাদক জাহেদ হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক ছৈয়দুল হক, কার্যকরী সদস্য মাওলানা আবুজ্বর গিফারী প্রমুখ।
ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন টেকনাফ: সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় হাকিম আলী মার্কেটে সংগঠনের সভাপতি রাশেদ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন টেকনাফ সরকারি কলেজের অধ্যাপক সন্তোষ কুমার শীল, মানসিক রোগীদের তহবিল মারোত’র উপদেষ্টা সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সভাপতি আবু সুফিয়ান, বিভাগীয় সহ-সভাপতি নুরুল কবির, বিভাগীয় কার্যকরী সদস্য জামাল হোসাইন, ম্যানেজার এসোসিয়েশন উপদেষ্টা মোশাররফ হোসেন, বেক্সিমকো ফার্মা এরিয়া ম্যানেজার আবদুর রহমান, ফার্মাশিয়া এরিয়া ম্যানেজার মামুনুর রশীদ, এলকো ফার্মার ম্যানেজার মোহাম্মদ নাহিদ, টিম ফার্মার ম্যানেজার ইকবাল বাহার, বীকন ফার্মার ম্যানেজার ফয়জার রহমান, মোবারক হোসাইন, মিরাস উদ্দিন, আজিম উদ্দিন, খালেক সর্দার, এরশাদ, সোহেল, নাহিদ প্রমুখ। সাংগঠনিক সম্পাদক নাছির উল্লাহর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কক্সবাজার জেলা ফারিয়া সাংগঠনিক সম্পাদক সরোয়ার কামাল।
রকিব উদ্দিন শাহ্ একতা সংঘ: বোয়ালখালী পৌরসভাধীন ৯ নং ওয়ার্ডস্থ সংঘের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় গত ১৬ মে। রকিব উদ্দিন শাহ ও সৈয়দ শাহ জামে মসজিদ প্রাঙ্গণে সংগঠনের উপদেষ্টা আবু ছিদ্দিক তালুকদারের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন আলী আজগর, দিদারুল আলম, খোরশেদ, খোকন, মোরশেদ, তুষার, আকিব, রাহাত, রবিউল, নজরুল প্রমুখ। মাহফিলশেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জানে আলম তাহেরী।
গাউছিয়া কমিটি চন্দনাইশ পৌরসভা ৪ নং ওয়ার্ড শাখা: নিজস্ব সংবাদদাতা জানান, হযরত আনছুর আলী শাহ (রা.) মাজার প্রাঙ্গণে সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আবদুস ছবুরের সভাপতিত্বে মাহফিলে প্রধান মেহমান ছিলেন গাউছিয়া কমিটি পৌরসভা শাখার যুগ্ম আহ্বায়ক মোর্শেদুল আলম। আলোচনায় অংশ নেন মাওলানা ছৈয়দুল হক, ভেন্ডার আবদুল মালেক প্রমুখ।
গাউছিয়া কমিটি চন্দনাইশ পৌরসভা ৬ নং ওয়ার্ড শাখা: নিজস্ব সংবাদদাতা জানান, গাউছিয়া তৈয়্যবিয়া মাদ্রাসা মিলনায়তনে সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় গত ১৭ মে। সংগঠনের সভাপতি আলমগীর বঈদীর সভাপতিত্বে মাহফিলে প্রধান মেহমান ছিলেন গাউছিয়া কমিটি পৌরসভা শাখার যুগ্ম আহ্বায়ক মোর্শেদুল আলম। প্রধান বক্তা ছিলেন মাওলানা মোক্তার আহমদ। আলোচনায় অংশ নেন আবদুল মজিদ, জমির উদ্দীন প্রমুখ।
গাউছিয়া কমিটি চন্দনাইশ পৌরসভা ৭ নং ওয়ার্ড শাখা: নিজস্ব সংবাদদাতা জানান, মধ্যম চন্দনাইশ শাহ সুফী আলী চাঁদ ফকির জামে মসজিদ প্রাঙ্গণে সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় গত ১৭ মে। সংগঠনের সভাপতি নুরুল মোস্তাফা চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান মেহমান ছিলেন গাউছিয়া কমিটি পৌরসভা শাখার আহ্বায়ক মিয়া মো. জসীম উদ্দীন। আলোচনায় অংশ নেন কাউন্সিলর মোজাম্মেল হক চৌধুরী, আবুল কালাম আজাদ, আবছার উদ্দীন প্রমুখ।
রাউজান চিকদাইর ইউনিয়ন: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলাস্থ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় গত শনিবার। ইউনিয়ন পরিষদ মাঠে মাওলানা শফিউল আলম আজিজী সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। উদ্বোধক ছিলেন ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আবদুর রহিম আলমগীর, আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন, জসিম উদ্দিন, আহসান হাবিব চৌধুরী হাসান, জাকের হোসেন মাস্টার, তসলিম উদ্দিন ও নাঈম উদ্দিন চৌধুরী। যুবলীগ নেতা জাহেদুল আলম জাহেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, আসিফ, ছাবের হোসেন, হানিফ মেম্বার, হায়দার মেম্বার, সবুর খান, হেলাল, রনি, মাসুদ, সবুর, মোহরম আলী, সাইফুল ইসলাম, বখতিয়ার, নাছির, মহিউদ্দিন, আজাদ হোসেন মেম্বার প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট