চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘চট্টগ্রামে ভোট দিয়েছে মৃত, বন্দি ও প্রবাসীরা’

অনলাইন ডেস্ক

২১ জানুয়ারি, ২০২০ | ৮:২৩ অপরাহ্ণ

বিএনপি নির্বাচন কমিশনের কাছে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন বাতিল করে সেখানে ব্যালটের মাধ্যমে পুনর্নির্বাচন দাবি করেছে ।

দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বলেন, চট্টগ্রামের নির্বাচনে মৃত মানুষের ভোট, প্রবাসীদের ভোট, জেলে থাকাদের ভোটও দেওয়া হয়েছে। ইভিএমে ভোট ডাকাতি হয় চট্টগ্রামের ভোটে তা প্রমাণিত হয়েছে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠক করে বিএনপির চার সদস্যের প্রতিনিধিদল। বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, ১৭০ পোলিং স্টেশনের মধ্যে সবগুলোই দখল করে নিয়েছিল ক্ষমতাসীনরা। ভোট কেন্দ্রের বাইরে চট্টগ্রাম বিভাগের মেয়র, কাউন্সিলর, আওয়ামী লীগ নেতাদের অবস্থান ছিল। অথচ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী কেন্দ্রে বাইরের কেউ থাকতে পারবে না ঘোষণা ছিল।

ইভিএমে ভোটে জালিয়াতি হলে চ্যালেঞ্জের কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম-৮ আসনের ভোটে ভোটারদের কেন্দ্রে যেতে দেয়নি। যারা যেতে পেরেছে তারা আঙ্গুলের ছাপ দিয়েছে।

পূর্বকোণ/টিএফ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট