চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উখিয়ায় অবাধে বিক্রি হচ্ছে মানুষখেকো পিরানহা মাছ

নিজস্ব সংবাদদাতা, উখিয়া

২১ জানুয়ারি, ২০২০ | ৫:৪৯ পূর্বাহ্ণ

উপজেলার কোটবাজারে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ মাছ পিরানহা। কিছু অসাধু মাছ ব্যবসায়ী চাঁদা মাছ বলে মাংসাশী পিরানহা বিক্রি করছেন বলে অভিযোগ ভোক্তাদের। উপজেলার কোটবাজার স্টেশনের মাছ বাজারে সরেজমিনে দেখা যায়, চাঁদা মাছের মতো দেখতে এই মাছকে কখনো সুন্দরী মাছ, কখনো পুকুরের চান্দা মাছ বলে সাধারণ ক্রেতাদের ধোঁকা দিয়ে রাক্ষুসে পিরানহা মাছ বিক্রি করা হচ্ছে। ক্রেতা আব্দুর রহমান বলেন, প্রতিদিনের ন্যায় শনিবার বাজারে মাছ কিনতে গিয়ে চোখে পড়ে সামনে বড় বড় দাঁতওয়ালা কিছু মাছ বিক্রি করছে দুটি শিশু। তাদের কাছে গিয়ে মাছের নাম জিজ্ঞেস করতেই কখনো ‘সুন্দরী মাছ’ কখনো ‘চাঁদা মাছ’ বলে নাম বলতে থাকে ওই শিশু বিক্রেতা। মূলত শিশু দুটিকে দিয়ে রাক্ষুসে পিরানহা মাছ বিক্রি করা হচ্ছিল।

নাম প্রকাশ না করার শর্তে এক মাছবিক্রেতা জানান, কোট বাজারের এক মাছ ব্যবসায়ী চকরিয়া থেকে তেলাপিয়া মাছের সাথে নিষিদ্ধ পিরানহা মাছ এনে দুইশো-আড়াইশো টাকা দরে বিক্রি করছেন। পিরানহা মাছ চাষ ও বিক্রি সম্পর্কে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ বলেন, পিরানহা মাছ চাষ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। আমরা নিয়মিত বাজার মনিটরিং করে থাকি। এরপরও যদি কেউ এই মাছ চাষ কিংবা বিক্রি করেন, তাহলে তিনি অপরাধ করছেন এবং শীঘ্রই তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিকল্পনা পরিচালক ডা. রঞ্জন বড়–য়া বলেন, পিরানহা মাছ খাওয়ার পর ফুসফুসে ক্যান্সার, ব্রেন ক্যান্সার, স্ট্রোকসহ নানাবিধ জটিলরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি বিধি মোতাবেক বিক্রয়নিষিদ্ধ পিরানহা মাছ নির্মূলে সংশ্লিষ্ট প্রশাসনকে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন সচেতনমহল।

উল্লেখ্য, দক্ষিণ আমেরিকার আমাজন এলাকার রাক্ষুসে মাছ পিরানহা। হাঙ্গরের ন্যায় দাঁতবিশিষ্ট আক্রমণাত্মক এ মাছ জলজ পরিবেশ ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি মানুষকেও আক্রমণ করতে পারে। এরা দলবদ্ধ আক্রমণ করে নিমিষেই মানুষের প্রাণ কেড়ে নিতে সক্ষম।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট