চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে সাগর দিয়ে মালয়েশিয়া যাওয়ার পথে ২২ রোহিঙ্গা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, টেকনাফ

২১ জানুয়ারি, ২০২০ | ৫:১৫ পূর্বাহ্ণ

টেকনাফ থেকে চোরাইপথে সাগর দিয়ে মালয়েশিয়া পাড়ির প্রস্ততিকালে ২২ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এসব রোহিঙ্গাদের মধ্যে ১৮ জন নারী, ১ জন শিশু এবং ৩ জন পুরুষ। তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরে বসবাস করছিল। সোমবার ২০ জানুয়ারি রাত ৮টার দিকে টেকনাফের শামলাপুর নোয়াখালীয়াপাড়া এলাকায় জমায়েত অবস্থায় তাদের আটক করা হয়।

টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রর (ইনচার্জ) ইন্সপেক্টর মোহাম্মদ লিয়াকত আলী সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একটি মানব পাচারকারী চক্র বাংলাদেশে বসবাসকারী কিছু রোহিঙ্গা নাগরিককে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য টেকনাফের শামলাপুর নোয়াখালীয়াপাড়া এলাকায় জমায়েত করেছিল।

গোপন সংবাদের ভিত্তিতে খবর ফাওয়ার সাথে সাথে রাতেই তিনিসহ পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে সাগর তীরে নৌকার জন্য অপেক্ষায় থাকা ২২ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। তম্মধ্যে ১৮ জন নারী, ১ জন শিশু এবং ৩ জন পুরুষ ভিকটিম। তাদের জিজ্ঞাসাবাদ শেষে স্ব স্ব ক্যাম্পে পাঠানো হবে’।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট