চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ডেইরি খামারিদের শিক্ষা সফর সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২০ | ৬:০৭ পূর্বাহ্ণ

ডেইরি খামারিদের নিয়ে দুই দিনের শিক্ষা সফর করেছে চিটাগাং ডেইরি ফার্ম এসোসিয়েশন। ঢাকায় এডিএল এবং সাভার ডেইরিতে এ সফরের আয়োজন করা হয়। গত শুক্রবার ও শনিবার আয়োজিত এ সফরে ৩৪ সদস্যের একটি দল অংশ নেয়। এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদের মোড় থেকে সংগঠনের সভাপতি ডা.ম.রমিজউদ্দিন চৌধুরী প্রশিক্ষণ দলদের বিদায় জানান। প্রথমদিনে ডেইরি প্রশিক্ষণার্থীরা গাজীপুর জেলার শ্রীপুরে এডিএল খামারে যান। সেখানে খামারিরা বুল স্টেশন ও সিমেন ল্যাব এবং বাফেলো জোন, ঘাসের উৎপাদন ও জমি সমূহ পরিদর্শন করেন। বিকেলে ডিএলএস’র পরিচালক মাহবুবুর রহমান (উৎপাদন), লুৎফুর রহমান খান (সম্প্রসারণ), আবুল কাশেম (ওটিআই) এবং উপ পরিচালক হাবিবুর রহমান, এডিএল এর পরিচালক কুতুব উদ্দীন তালুকদার, এডিএল পরিচালক গোলাম মাওলা কনসালটেন্ট শফিকুর রহমান শশী খামারিদের সাথে মতবিনিময় সভায় করে চিটাগাং ডেইরি ফার্ম এসোসিয়েশন। পরদিন শনিবার সাভারে ডেইরি ফার্ম পর্যবেক্ষণ, ঘাসের আবাদ, ওটস আলফা আলফার জমি ও চাষ, খাদ্য গুদাম ব্যবস্থাপনা ও খাদ্য রেশন, বাছুরের ব্যবস্থাপনা ও লোকাল জেনেটিক্সের গবাদি হার্ড এবং বুল স্টেশন ও স্টক পরিদর্শন করে খামারিরা। পরে সফর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিটাগাং ডেইরি ফার্ম এসোসিয়েশনের উপদেষ্টা মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাভার ডেইরি ফার্মের বায়ার অফিসার সফিকুর রহমান শশী, চিটাগাং ডেইরি ফার্ম এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন ও ট্রেজারার আরেফিন এম দোভাষ। সভা শেষে সফিকুর রহমান শশী বলেন, সাভার ডেইরি ফার্ম, ডেইরি খামারিদের প্রশিক্ষণ ও মঙ্গলার্থে সমস্ত ডেইরি খামারের জন্য উন্মুক্ত। দেশের ও ডেইরির অগ্রগতিই আমাদের লক্ষ্য।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট