চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফুটওভার ব্রিজের নিচে দোকান নির্মাণ

৩১ নং আলকরণ ওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২০ | ৬:০৯ পূর্বাহ্ণ

নগরীর রিয়াজউদ্দিন বাজার সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে একটি অংশ দখল করে দোকান নির্মাণ করা হয়েছে। প্রায় কয়েক মাস ধরে জায়গাটি ঘেরাও করে রাখে দখলদাররা। এরপর সেখানে আস্তে আস্তে কৌশলে দোকান নির্মাণ করা হয়। আশপাশের দোকানদারদের সাথে কথা বলে জানা যায়, ইতোমধ্যে নির্মিত দোকানটি ভাড়াও দেয়া হয়েছে। তবে কারা বা কার নেতৃত্বে দোকান নির্মাণ করা হচ্ছে সে সম্পর্কে কিছু বলতে রাজি হয়নি কেউ। দখল ও নোংরা পরিবেশের কারণে রিয়াজউদ্দিন বাজারের ফুটওভার ব্রিজটি দীর্ঘদিন ধরে পথচারীদের পারাপার বন্ধ ছিল। বর্তমানে ব্রিজটি সংস্কার করে রং করা হলেও তা এখনো পথচারীদের ব্যবহার করতে দেখা যাচ্ছে না। ব্রিজের একপাশে পুরাতন মোবাইল ও মোবাইলের যন্ত্রাংশের দোকান এবং অন্যপাশে ফলের দোকান রয়েছে। দোকানগুলো ফুটওভার ব্রিজে চলাচলের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা বলে জানান পথচারীরা। সরকারি সিটি কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী গিয়াস উদ্দিন রায়হান জানান, দীর্ঘদিন ধরে ফুটওভার ব্রিজটি নোংরা ও দখল হয়ে ছিল। ফলে তা পথচারীদের জন্য ব্যবহারের অনুপযোগী হয়ে আছে। ফুটওভার ব্রিজের উভয় পাশ দোকানদারদের দখল থাকে। তাই শিক্ষার্থী ও পথচারীরা রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজের পরিবর্তে বাধ্য হয়ে রাস্তা দিয়ে পারাপার করছে। ফলে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ সম্পর্কে জানতে চাইলে ৩১ নং আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর তারেক সোলেমান সেলিম জানান, আমি যতটুকু শুনেছি সিটি কর্পোরেশন থেকে অনুমতি নিয়েই দোকান নির্মাণ করা হয়েছে। তবে এ বিষয়ে আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। আমি এখন চট্টগ্রামের বাইরে আছি। আসলে এ বিষয়ে খোঁজ নিয়ে দেখবো।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট