চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সীতাকু-ে বন্ধ এলএনজি সঞ্চালন লাইন স্থাপন কাজ ফের শুরু

সৌমিত্র চক্রবর্তী হ সীতাকু-

২০ জানুয়ারি, ২০২০ | ৫:৩৬ পূর্বাহ্ণ

সীতাকু-ের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর সাগর উপকূলে দু’পক্ষের ভূমি বিরোধের জেরে বন্ধ হয়ে গিয়েছিলো গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এর এলএনজি গ্যাস লাইন সঞ্চালনের কাজ। ফলে জাতীয় স্বার্থে ১৮১ কি.মি. দীর্ঘ গ্যাস সঞ্চালন লাইন স্থাপন করতে গিয়েও তা সম্ভব হচ্ছিল না। এ কারণে এ সমস্যা সমাধানে গতকাল রবিবার ওই এলাকায় ছুটে যান পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) মো. আইয়ুব খান চৌধুরী। তিনি সীতাকু- স্থানীয় ইউপি চেয়ারম্যান মুনীর আহমেদ, প্রকল্প পরিচালক আইনুল কবির সহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিবাদমান দুই পক্ষের সাথে কথা বলেন এবং ভুক্তভোগী তসলিমের সমস্যা সমাধানের আশ্বাস দেন। এতে আশ্বস্ত হবার পর সেখানে বন্ধ কাজ পুনরায় চালু

করেন। সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুনীর আহমেদ জানান, কুমিল্লার তিতাস থেকে মহেশখালী পর্যন্ত ১৮১ কি.মি. দৈর্ঘ্যরে এলএনজি গ্যাস লাইন সঞ্চালনের কাজ করছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। এর আগে যে এলাকা দিয়ে গ্যাস সঞ্চালন করা হবে তা অধিগ্রহণ করে ক্ষতিপূরণ দিয়েছিলো কর্তৃপক্ষ। কিন্তু সীতাকু-ের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর অংশের একটি জায়গার মালিকানা দাবি করে ক্রিস্টাল শিপইয়ার্ড নামক একটি প্রতিষ্ঠান ও তসলিম উদ্দিন নামক এক ব্যক্তি। উভয়েই জায়গাটি তার বলে দাবি করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে ক্রিস্টাল শিপব্রেকিং ইয়ার্ডকে ক্ষতিপূরণের টাকাও প্রদান করে ফেলে। এ কারণে তসলিম তার অংশ দিয়ে গ্যাস লাইন সঞ্চালনার কাজে বাধা দেয়। এই সমস্যা সমাধানে গতকাল রবিবার সীতাকু-ে ছুটে আসেন পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) মো. আইয়ুব খান চৌধুরী। তিনি সব কিছু খতিয়ে দেখে তসলিমকে আশ্বস্ত করলে তসলিম আশান্বিত হয়ে লাইন সঞ্চালনে সহযোগিতা করেন। ফলে গত প্রায় ৮-১০ দিন বন্ধ থাকা লাইন সম্প্রসারণের কাজ আবারো শুরু হয়।
এসময় আরো বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট