চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সওজ’র ২ কোটি টাকার জায়গা উদ্ধার হাটহাজারীতে

নিজস্ব সংবাদদাতা হ হাটহাজারী

২০ জানুয়ারি, ২০২০ | ৫:৩৬ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা সদরের বাস স্টেশন এলাকায় সড়ক ও জনপদ বিভাগের মূল্যবান উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার বিকালে এ অভিযান চালিয়ে সাড়ে তিন শতক জায়গা উদ্ধার করা হয়। এ সময় কয়েকটি পাকা স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। হাটহাজারী উপজেলা প্রশাসনের এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথের মূল্যবান এ জায়গা দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু ব্যবসায়ীদের দখলে ছিল। ইতিপূর্বে একাধিকবার অভিযান চালিয়ে এসব স্থাপনা গুঁড়িয়ে দেয়া হলেও পুনরায় বেদখল হয়ে যায় এ জায়গা। বর্তমানে হাটহাজারী – রাঙামাটি সড়ক সম্প্রসারণে কাজ শুরু হওয়াতে পুনরায় অভিযান চালিয়ে এসব স্থাপনা গুঁড়িয়ে দেয় প্রশাসন।

গতকাল বিকেলে এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) রুহুল আমিন। অভিযানে উপস্থিত ছিলেন সওজের উপ সহকারী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন, হাটহাজারী মডেল থানার পুলিশ ও হাটহাজারী ভূমি অফিসের লোকজন । হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন সাংবাদিকদের বলেন, সওজ’র ২ কোটি টাকার ৩শতক জায়গা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জায়গায় দ্রুত কাজ শুরু হবে বলে জানান ইউএনও। তিনি বলেন, উদ্ধারকৃত জায়গার পূর্ব দিকে ১২শতক সরকারি খাস জায়গা দখলে আছে। এ জায়গা উদ্ধারেও অভিযান চালাবে প্রশাসন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট