চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দিয়াজের মৃত্যু মেয়র নাছিরকে জড়িয়ে অপরাজনীতির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা হ চবি

২০ জানুয়ারি, ২০২০ | ৫:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর সাথে মেয়র আ জ ম নাছির উদ্দীনকে জড়িয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে মেতে উঠেছে। আসন্ন চসিক নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্রকারীরা অপরাজনীতি শুরু করেছে বলেও অভিযোগ তুলেছেন চবি শাখা ছাত্রলীগের উপগ্রুপ বাংলার গ্রুপ। গতকাল রবিবার বিকেলে চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেন সংগঠনটির নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতা পাঠ করেন বাংলার মুখের নেতা ও শাখা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আমির সোহেল। এর আগে গত ৩১ ডিসেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবে মেয়র নাছিরের বিরুদ্ধে

প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী। মামলার তদন্ত বিলম্বিত হওয়ার জন্য তিনি নাছিরকে দায়ী করেন। এরপর থেকে দিয়াজের পরিবারের সঙ্গে মেয়র নাছিরের দূরত্ব প্রকাশ্যে আসে। এর প্ররিপ্রেক্ষিতে ষড়যন্ত্রকারীরা অপরাজনীতি শুরু করেছে বলেও অভিযোগ তুলেছেন বাংলার মুখ। নিহত দিয়াজও মেয়র নাছির অনুসারী ও বাংলার মুখের নেতা ছিলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবু সাঈদ মারজান, আবু সুফিয়ান ও জান্নাতুল নাঈমা প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট