চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জেএসএস কর্মীকে গুলি করে হত্যা লংগদুতে, নিখোঁজ ১

পূর্বকোণ প্রতিনিধি হ রাঙামাটি অফিস

২০ জানুয়ারি, ২০২০ | ৫:০৬ পূর্বাহ্ণ

পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে সন্ত্রাসীদের গুলিতে আঞ্চলিক রাজনৈতিক দল সংস্কারবাদী জনসংহতি সমিতি (জেএএস) এমএন লারমা গ্রুপের এক সদস্য নিহত হয়েছে।

গতকাল রবিবার লংগদু উপজেলার ১ নম্বর আটারকছড়া ইউনিয়নের বান্দরতলা ছড়া নামক দুর্গম পাহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম পান্ডব চাকমা (৩৬)। নিখোঁজ রয়েছেন তাঁর সহকর্মী অর্জুন চাকমা (৩২)। স্থানীয় আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা ও রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরে সন্ধ্যায় নিহতের লাশ উদ্ধার করে আইন শৃঙ্খলাবাহিনী। নিহতের বাড়ি বাঘাইছড়ির রাঙ্গাদুরছড়ি গ্রামে। জানা যায়, গতকাল রবিবার লংগদু উপজেলার ১ নম্বর আটারকছড়া ইউনিয়নের বান্দরতলা ছড়া নামক দুর্গম পাহাড়ি গ্রামে সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকায় পান্ডব চাকমা এবং আরেক সহকর্মী অর্জুন চাকমা সাংগঠনিক কাজে বের হন। পরে দুপুরের দিকে তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় একদল সশস্ত্র সন্ত্রাসী। এতে ঘটনাস্থলেই মারা যান পান্ডব চাকমা। দুর্গম এলাকা

হওয়ায় সন্ধ্যা নাগাদ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে আইন শৃঙ্খলাবাহিনী। গুলিতে নিহত পান্ডবের সহযোগী অর্জুন চাকমা নিখোঁজ রয়েছেন। লংগদু থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দুপুরে ঘটনার বিষয়টি শুনলেও দুর্গম ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশ পৌঁছানোর পর রাত আটটার দিকে লাশ উদ্ধার করার পর বিষয়টি নিশ্চিত হই আমরা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট