চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জমিদারপাড়া বসুন্ধরা যুব সংগঠনের উদ্যোগ ফটিকছড়ির নারায়ণহাট স্কুলে চিকিৎসা ক্যাম্প

২০ জানুয়ারি, ২০২০ | ৪:৫০ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট জমিদারপাড়া বসুন্ধরা যুব সংগঠনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনাল (ডিস্ট্রিক ৩১৫-বি৪) এর ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ও ডায়াবেটিস টেস্ট সম্পন্ন হয়েছে। নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের হলরুমে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই ক্যাম্প চলে। এতে প্রায় ৬০০ রোগীকে চিকিৎসার ব্যবস্থাপত্র দেওয়া হয়।

জমিদারপাড়া বসুন্ধরা যুব সংগঠনের সভাপতি মুহাম্মদ মিনহাজ উদ্দীন সিদ্দিকীর সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধনী ও সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ৩১৫-বি৪ এর কেবিনেট সেক্রেটারি লায়ন গোপাল কৃষ্ণ লালা (এমজেএফ)।

সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক নোমান বিন খুরশীদের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন এম এ ছাবের, মুক্তিযোদ্ধা ডা. আবুল কালাম আযাদ, শওকত হোসেন শিকদার, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের চৌধুরী, সমাজসেবক হাসান চৌধুরী, বিট কর্মকর্তা শাহ আলম, দাঁতমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, আবু জাফর মাহমুদ, রাকিবুল আলম চৌধুরী, এডভোকেট আবছার উদ্দিন হেলাল, মহিউদ্দিন, শাহরিয়াত সিদ্দিকী খোরশেদ প্রমুখ। এতে উপস্থিত ছিলেন সংগঠনের নাঈম উদ্দিন, তারেক, আরাফাত, ইরফানুল মুরাদ, ইরফানুল রিয়াদ, জাহাঙ্গীর, রোবায়েত হাসনাত দিহাম, সাখাওয়াত হোসাইন রিয়াদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট