চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

তথ্যমন্ত্রীর শোক রাঙ্গুনিয়া স. কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের মৃত্যু

১৯ জানুয়ারি, ২০২০ | ৫:০৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সন্তোষ ভূষন দাশ (৯৯) পরলোকগমণ করেছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ১টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন তিনি। গতকাল শনিবার সন্ধ্যায় তাঁর গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভার ৭ নম্বর কুলকুরমাই এলাকায় শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হয়। সন্তোষ ভূষন দাশ ৩ ছেলে ১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। এদিকে রাঙ্গুনিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বাবু সন্তোষ ভুষন দাশের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সা. সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এক বিবৃতিতে প্রয়াত শিক্ষাবিদ সন্তোষ ভূষন দাশের মৃত্যুতে শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি প্রয়াতের আত্মার সদগতি কামনা করে বলেন, উনার মৃত্যুতে চট্টগ্রামবাসীর অপূরণীয় ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট