চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

করবস্থানে মিলল প্রবাসীর লাশ কর্ণফুলী নদীতে গলাকাটা যুবকের লাশ

নিজস্ব সংবাদদাতা হ কর্ণফুলী

১৯ জানুয়ারি, ২০২০ | ৪:২৫ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলায় প্রবাসীর লাশসহ দুইটি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার শিকলবাহা সরোয়াদ্বীন জামে মসজিদের কবরস্থান এলাকা থেকে রায়হানুল ইসলাম (২৫) নামে এক দুবাই প্রবাসীর লাশ উদ্ধার করে। তিনি পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের আতাউর রহমান চৌধুরীর পুত্র। এদিকে, সন্ধ্যা সাতটায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগরে গলাকাটা এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। রায়হানের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সকালে পটিয়ার খরনা থেকে বের হয়ে আর বাড়ি না ফেরায় নগরীর বাকলিয়া থানায় একটি অভিযোগ করা হয়। পরে শনিবার সকালে শিকলবাহা কবরস্থান থেকে রায়হানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করে কর্ণফুলী পুলিশ। রায়হান দীর্ঘদিন ধরে দুবাই ছিল। সম্প্রতি দেশে ফিরে এলে তার বিয়ে ঠিক করা হয়। আগামী শনিবার বিয়ে অনুষ্ঠান হওয়ার কথা ছিলো। রায়হানের চাচা শহীদুল আলী বলেন, গত ২৮ ডিসেম্বর আকদ্ হয় রায়হানের। আগামী শনিবার বিয়ের দিন থাকলেও সে খুন হলো। এটি পরিকল্পিত খুন বলে মনে হচ্ছে।

অন্যদিকে, সন্ধ্যা সাতটায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগরে গলাকাটা এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, সন্ধ্যার আগে শিশুরা ইছানগর আজিম ফ্যাক্টরির কাছে নদীর ধারে খেলছিল। এসময় তারা একটি বস্তা নদীর তীরে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। কৌতুহল বশত তারা সেটি খুলে গলাকাটা যুবকের লাশ দেখে লোকজনকে জানালে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ ও সিআইডির একটি টিম ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। সিএমপি কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) মো. ইয়াসির আরাফাত দৈনিক পূর্বকোণকে জানান, দুইটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গলাকাটা লাশের পরিচয় নির্ণয় করার চেষ্টা করছি। এ বিষয়ে আমাদের একাধিক টিম কাজ করছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট