চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নগরীতে র্অধশত পাসর্পোটসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

১৯ মে, ২০১৯ | ৫:৫১ অপরাহ্ণ

নগরীর কোতোয়ালী থেকে অর্ধশত পাসপোর্টসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কোতোয়ালী থানাধীন জুবলী রোডস্থ সিদ্দিক মার্কেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা বায়েজিদ থানাধীন শেরশাহ এলাকার মো. হোসেনের পুত্র নূরুল ইসলাম (২৮), কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ এলাকার মোহাম্মদ উল্লাহর পুত্র সফিক উল্লাহ (৩৯), একই জেলার টেকনাফ থানাধীন গোদর বিল গ্রামের ওমর আলীর পুত্র ওমর আরফাদ (৩০) ও শাহপরীর দ্বীপ এলাকার মৃত আব্দুল হামিদের পুত্র আব্দুল কুদ্দুস (২৮) বলে জানান চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মির্জা সায়েম মাহমুদ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন জুবলী রোডস্থ সিদ্দিক মার্কেট এলাকায় অভিযান চালিয়ে অর্ধশত বাংলাদেশের পাসপোর্টসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দকৃত পাসপোর্টগুলো ব্যবহার করে অবৈধ ভাবে বিদেশে যেতে রিয়াজ উদ্দিন বাজারে একটি এজেন্সি মালিকের কাছে জমা দিতে এসেছিল। এজেন্সিটির নাম হামজা এভিগেশন বলে জানান তিনি।
তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে যোগ করেন তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট