চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শিশু-কিশোর সমাবেশে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী

মাইজভা-ার দরবার অসাম্প্রদায়িক চেতনার মিলনক্ষেত্র

১৮ জানুয়ারি, ২০২০ | ৩:৩৩ পূর্বাহ্ণ

ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক গভীর বলে মন্তব্য করেছেন ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী। গতকাল শুক্রবার সকালে নগরীর নাসিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে মাইজভা-ারী একাডেমি আয়োজিত ত্রয়োদশ শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মাওলানা শাহসূফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভা-ারী (ক.)’র ১১৪তম ওরশ উপলক্ষে জিয়াউল হক মাইজভা-ারী (ক.) ট্রাস্টের ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাইজভা-ারী একাডেমি এ আয়োজন করে।

অনিন্দ্য ব্যানার্জী বলেন, গত কয়েক দশকে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। আমরা চাই বাংলাদেশের এ অগ্রগতি অব্যাহত থাকুক। তিনি বলেন, মাইজভান্ডার দরবার অসাম্প্রদায়িক চেতনার মিলনক্ষেত্র। যেখানে সকল ধর্মের মানুষ একসাথে মিলিত হয় এবং সৃষ্টিকর্তার করুণালাভে প্রার্থনা করেন। সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (ক.) ট্রাস্টের ভারপ্রাপ্ত সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফরের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন চবি শিক্ষক সমিতির সা. সম্পাদক অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিআরটিসির চেয়ারম্যান মো. এহসানে এলাহী ও কপিরাইট রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী। বক্তব্য রাখেন বিএফইউজে’র সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, ড. হেলাল উদ্দিন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন, ড. সৈয়দ আবদুল ওয়াজেদ ও ইঞ্জিনিয়ার কামালুর রহমান। উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক এইচ এম রাশেদ খান, অধ্যাপক মীর মোহাম্মদ তরিকুল আলম, শাহনেওয়াজ চৌধুরী, মুহাম্মদ মঈনউদ্দিন ইমন, এম. মাকসুদুর রহমান হাসনু, বিপ্লব পার্থ, মুহাম্মদ আশরাফুজ্জামান আশরাফ, এইচ আর মেহবুব জিকু প্রমুখ। অনুষ্ঠানে কিরাত্ব, স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া শিশু-কিশোর সমাবেশে পাখি, ফায়ার সার্ভিস, খুলশী থানা, বিজ্ঞান মেলা, চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন স্টল ছিলো। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট