চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাঙ্গুনিয়া প্রাণিসম্পদ দপ্তরে খামারি সমাবেশ

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া

১৮ জানুয়ারি, ২০২০ | ৩:১৬ পূর্বাহ্ণ

মুজিববর্ষ উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্টের আওতায় তিন দিনব্যাপী সিআইজি ও নন সিআইজি খামারি সমাবেশ শেষ হয়েছে। ১৬ জানুয়ারি সকালে প্রাণীসম্পদ কার্যালয় প্রাঙ্গণে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তফা কামাল। উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কল্পনা চাকমা, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পারিজাত কুসুম বড়ুয়া, মীর মো. আজমগীর, মাঠ সহকারী সিরাজুল করিম, আব্বাস হোসাইন আফতাব প্রমুখ। মুজিববর্ষ উপলক্ষে উপজেলার একটি গ্রামে স্মার্ট লাইভ স্টক ভিলেজ স্থাপন করা হবে। ২০ জানুয়ারি ভিলেজ’র জন্য সার্ভে করা হবে বলে জানান প্রাণীসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তফা কামাল।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট