চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

পৃথক দুর্ঘটনায় ২ যুবক নিহত

পূর্বকোণ ডেস্ক

১৯ মে, ২০১৯ | ৪:৩২ অপরাহ্ণ

নগরী ও ফৌজদারহাটে পৃথক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। তাদের একজন নগরীর সদরঘাট থানাধীন মাঝিরঘাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং অপরজন ফৌজদারহাটে সড়ক দুর্ঘটনায় নিহত হন। আজ রবিবার সকাল ৯ টার দিকে এই পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, বাংলাবাজার এলাকার নাহার বিল্ডিংয়ের সিঁড়ি বেয়ে উপরে উঠার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মো.ইউসুফ (২২)। গুরুতর অবস্থায় আশেপাশের লোকজন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউসুফ ভোলা জেলার শশীভূষণ থানাধীন জাহানপুর গ্রামের মো. আবদুল খালেকের ছেলে।

অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে কাভার্ড ভ্যান ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে মো.ইয়াসিন (৩৫) ও সাইমুন হোসেন (৩৬) আহত হন।

গুরুতর অবস্থায় তাদেরকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক কাভার্ড ভ্যানচালক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। হেলপার সাইমুন চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত ভ্যানচালক ফেনী জেলার সদর থানাধীন ভাতানিয়া গ্রামের মো. কামাল হোসেনের ছেলে ও আহত হেলপার একই গ্রামের মৃত আ. বশরের ছেলে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট