চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

৭ ঘণ্টার ব্যবধানে শাহ আমানতে ফের সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২০ | ১০:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ ঘণ্টার ব্যবধানে ২৬২ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে দুবাইয়ের শারজাহ থেকে আসা আমিনুল হক নামের এক যাত্রীর কাছ থেকে এসব সিগারেট জব্দ করা হয়। তিনি এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে করে শারজাহ থেকে শাহ আমানতে বিমানবন্দরে আসেন। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়।

জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), কাস্টমস ও শুল্ক গোয়েন্দা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের এ অভিযান চালায়।

কাস্টমস সূত্র জানায়, হাটহাজারীর আমিনুল হক সালাম এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটে শুক্রবার রাত পৌনে ৯টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আসেন। এ সময় তার ব্যাগেজ তল্লাশি করে ২শ ৬২ কার্টন সিগারেট জব্দ করা হয়। পরে এ বিষয়ে বিমানবন্দরের কাস্টমস ও শুল্ক গোয়েন্দা সংস্থা আইনি ব্যবস্থা নেন।

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট