চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

পার্বত্য ডেইরি এসোসিয়েশনের স্মারকলিপি প্রদান

পার্বত্যাঞ্চলে এলডিডিপি’র প্রকল্প না থাকায় বীর বাহাদুরের বিস্ময় প্রকাশ

১৭ জানুয়ারি, ২০২০ | ৫:১৭ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রামের ৩টি জেলার ডেইরি এসোসিয়েশনসমূহ পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর সাথে রাঙামাটিতে গত ১৫ জানুয়ারি দেখা করে পার্বত্য জেলাসমূহকে এল ডি ডি পি প্রকল্পে আনার জন্য স্মারকলিপি প্রদান করেছেন। মন্ত্রী এসোসিয়েশনের নেতৃবৃন্দের কাছে এই দাবি শুনে বিস্ময় প্রকাশ করেন। সারাদেশের ৬১টি জেলায় এই প্রকল্প আছে, কিন্তু কেন পাহাড়ের ৩টি জেলাকে রাখা হবে না এটা তার বোধগম্য নয়। তিনি বলেন, সারাদেশে ঘাস চাষের জন্য বাড়তি জমি নেই যেটা অনেক বেশি রয়েছে পাবর্ত্যাঞ্চলের ৩টি জেলায়। এ জেলাসমূহে পরিকল্পিত ডেইরি গড়ে তুলে সারাদেশের দুধের চাহিদা মেটানো যায়। এই এলাকাসমূহকে বেশি গুরুত্ব দেয়া দরকার, সেখানে বেশি গুরুত্ব না দিয়ে চলমান প্রকল্প কেন নেই এব্যাপারে তিনি খোঁজ নেবেন বলে জানান। তিনি ডেইরিকে বিকশিত করতে তার সর্বোচ্চ ভূমিকা রাখবেন বলে নেতৃবৃন্দকে আশ্বাস দেন।

মন্ত্রীর সাথে এ সাক্ষাতে চিটাগাং ডেইরি ফার্ম এসোসিয়েশন নেতৃবৃন্দ পার্বত্য জেলাসমূহের এসোসিয়েশনের সাথে ছিলেন। এসময় উপস্থিত ছিলেন চিটাগাং ডেইরি ফার্ম এসোসিয়েশনের মো. হানিফ ও ফরহাত হাসান, খাগড়াছড়ি ডেইরি ফার্ম এসোসিয়েশনের নাঈম উদ্দীন ও শাহেদ আয়াতুল্লাহ খান, রাঙামাটি ডেইরি এসোসিয়েশনের সাইদুল, শ্যামল চাকমা, সুভাষ চাকমা, সম্ভুর মুৎসুদ্দি, ইমতিয়াজ সিদ্দিক, আসাদ, মো. হারুন খান, ত্রিদিব শান্ত চাকমা, কবীরুল ইসলাম খান, মো. বাদশা মিয়া, বান্দরবান ডেইরি ফার্ম এসোসিয়েশনের আব্দুল করিম।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট