চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শহীদ কবির কন্ট্রাক্টরকে রাজাকার আখ্যায়িত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা

১৭ জানুয়ারি, ২০২০ | ৫:১৭ পূর্বাহ্ণ

শহীদ কবির কন্ট্রাক্টরকে রাজাকার আখ্যায়িত করার প্রতিবাদে নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকার কবির টাওয়ার চত্বরে শহীদ কবির কন্ট্রাক্টর স্মৃতি সংসদ, ৭১’র শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান ফোরাম ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা নজির আহমদের সন্তান লোকমান হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন গণ-অধিকার ফোরামের মহাসচিব রাজনীতিক এম এ হাশেম রাজু। জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক বশির আহমেদ, হাজী নুরুল ইসলাম, হাজী মোহাম্মদ ইদ্রিস মিয়া, মোহরা আওয়ামী লীগ কার্যকরী কমিটির সদস্য আবুল হাশেম, সমাজসেবক আবদুল হালিম, এস এম সেকান্দর হোসেন সেকু। প্রধান অতিথি বলেন, এই কালুরঘাট এলাকা ও জনপদ স্বাধীনতা যুদ্ধের সময় বিশেষ গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছিল। তখন জনসাধারণ মুক্তিযুদ্ধের সহায়ক শক্তি হিসেবে যে যেভাবে পেরেছে সহযোগিতা করেছে।

তারই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের সময় কবির আহমদ কন্ট্রাক্টর ইপিআরদের জন্য তাঁর বাড়িতে লঙ্গরখানা খুলেছিলেন। লঙ্গরখানা খোলার অপরাধে পাকিস্তানি হানাদার বাহিনী তাঁকে তুলে নিয়ে গুম ও হত্যা করে। লাশটিও খুঁজে পায়নি তাঁর পরিবার। এটা ছিল মুক্তিযুদ্ধের জন্য বড় আত্মত্যাগ। প্রধান বক্তা এম এ হাশেম রাজু বলেন, ১৯৭২ সালে মুজিব সরকার প্রদত্ত শহীদ পরিবার হিসেবে কবির আহমদ কন্ট্রাক্টরের পরিবার দুই হাজার টাকা করে ভাতা পেয়েছেন। এর পরও তথাকথিত কুচক্রী মহল এই শহীদ পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করা ও রাজাকার আখ্যায়িত করা খুবই নিন্দনীয় ও ঘৃণিত কাজ। সমাবেশ পূর্বে এলাকাবাসীদের সাথে নিয়ে একটি বিক্ষোভ মিছিল কামালবাজার মৌলভীবাজার প্রদক্ষিণ করে। সমাবেশ শুরুর আগে ও পরে পুলিশের সাথে জনতার ধাক্কা-ধাক্কি হয়। এ সময় পুলিশ আবুল হাশেম ও আবদুস শুক্কুরকে আটক করলেও পরে ছেড়ে দেয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট