চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের মারামারি আহত ৭

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২০ | ৪:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের ৭ জন আহত হয়েছে। কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সম্পাদক সুভাষ মল্লিকের সমর্থকদের মধ্যে গতকাল দুপুর ১২টার দিকে এ মারামারির ঘটনা ঘটে।

আহতরা হলেন, মাহমুদুল করিম গ্রুপের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী ওয়াহিদ (২০), একাদশ শ্রেণীর ওয়াসিদ (১৮) ও একই শ্রেণীতে পড়–য়া পাবেল (১৮)। অপরদিকে সুভাষ মল্লিক গ্রুপের আহতরা হলেন, অনার্স ৩য় বর্ষের মামুন (২০), একই বর্ষের সিরাজুল (২০), অনার্স ২য় বর্ষের ফয়সাল (১৮) ও একাদশ শ্রেণীতে পড়–য়া আরিফ (১৮)। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানায় হাসপাতাল পুলিশ ফাড়িতে দায়িত্বরত কর্মকর্তা। এ বিষয়ে চকবাজার থানা পুলিশ জানায়, মিছিলে শ্লোগান দেয়াকে কেন্দ্র করেই মারামারির ঘটনা ঘটে। এটি সামান্য ঘটনা।

হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্ব্রত পুলিশ সদস্য শীলব্রত জানান, চট্টগ্রাম কলেজে মারামারির ঘটনায় আহত সাতজনকে চমেকে আনা হয়। তবে প্রাথমিক চিকিৎসা গ্রহনের পর তারা চলে যায়।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে, এক ছাত্রীকে উদ্দেশ্য করে ‘কমেন্ট’ করাকে কেন্দ্র করে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সেটা মারামারিতে রুপ নিলে দুইপক্ষই মারামারিতে জড়িয়ে পড়ে।

তবে এ বিষয়ে থানায় কোন অভিযোগ কিংবা মামলা হয়নি বলে জানায় চকবাজার থানা পুলিশ।
এ বিষয়ে উভয়গ্রুপের উল্লেখিত দুই নেতার সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট