চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

যমুনা ব্যাংকের সাবেক কর্মকর্তা ও খাতুনগঞ্জের ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগপত্র

অনুমোদন দুদকের ৭২ কোটি টাকা আত্মসাত

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২০ | ৪:৩৫ পূর্বাহ্ণ

প্রায় ৭২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে যমুনা ব্যাংকের সাবেক এক কর্মকর্তা এবং খাতুনগঞ্জের এক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযুক্ত ব্যক্তিরা হলেন যমুনা ব্যাংক খাতুনগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক ও ভিপি মনজুরুল আহসান চৌধুরী ও মেসার্স ছিদ্দিক ট্রেডার্সের মালিক ও সাঈদ ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ চৌধুরী। পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহারপূর্বক অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে মঞ্জুরীপত্রের শর্ত ভঙ্গপূর্বক মোট ( ৬১ কোটি ২৯ লাখ ৮৪ হাজার ৯২১ টাকা এবং ১০ কোটি ৬২ লাখ ১৮১৯৫ টাকাসহ মোট ৭১ কোটি ৯২ লাখ ৩১১৬ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। দুদক সূত্র জানায়, মনজুরুল আহসান চৌধুরী বাঁশখালীর দক্ষিণ বরুমছড়ার মৃত মফজল আহমদ চৌধুরী পুত্র। বর্তমানে তিনি জিইসি মোড় সংলগ্ন ইকুইটি অর্ণব ভবনের একটি ফ্ল্যাটে থাকেন। অপরজন আবু সাঈদ চৌধুরী দক্ষিণ কাট্টলী কামাল চেয়ারম্যান বাড়ির মৃত আবু ছিদ্দিক চৌধুরীর পুত্র।তিনি খাতুগঞ্জের ব্যবাসায়ী। অভিযোগপত্রে বলা হয়, মেসার্স ছিদ্দিক ট্রেডার্স ও সাঈদ ফুড লিমিটেডের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ চৌধুরী অস্ট্রেলিয়া

থেকে ২০ হাজার মেট্রিক টন গম আমদানির জন্য যমুনা ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখা থেকে একটি এলসি খুলেন। পরে গম আমদানি করা হয় এবং তা স্থানীয় বাজারে বিক্রি করা হলেও যমুনা ব্যাংক লিমিটেড, খাতুনগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক মনজুরুল আহসান চৌধুরীর সাথে পরস্পর যোগসাজসে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে উভয়ে মঞ্জুরীপত্রের শর্ত ভঙ্গপূর্বক মোট ৭১ কোটি ৯২ লাখ ৩১১৬ টাকা আত্মসাৎ করেন। যা প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় আলোচ্য মামলাটি দন্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারাতৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দুদক কর্তৃক মামলা রুজু করা হয়, যার মামলা নং- ৯০। মামলাটি কোতোয়ালী থানায় ২০১৯ সালের ৩০ জুলাই দায়ের করা হয়। তদন্তকালে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় গতকাল বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেয়া হয়।
দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় ঢাকার সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক এই মামলার তদন্তকারী কর্মকর্তা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট