চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মাইজভা-ারী গাউছিয়া হক কমিটির আয়োজন

মাইজভা-ারীর ওরশ উপলক্ষে বর্ণাঢ্য মোটরর‌্যালি রাউজানে

নিজস্ব সংবাদদাতা হ রাউজান

১৭ জানুয়ারি, ২০২০ | ৪:৩৫ পূর্বাহ্ণ

গাউছল আজম হযরত মাওলানা শাহছুফি সৈয়দ আহম্মদ উল্লাহ মাইজভা-ারী (ক.)’র ১১৪ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভা-ারী গাউছিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার উদ্যোগে বিশাল মোটরর‌্যালি বের করা হয়। গতকাল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার গহিরা এ. জে.ওয়াই.এম.এস বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিশাল মোটর র‌্যালিটি

যাত্রা শুরু করার পর উপজেলার কাপ্তাই, রাঙ্গামাটি সড়ক, উপজেলার প্রধান প্রধান সড়ক, উপজেলার ১৪ ইউনিয়নের প্রায় প্রত্যক ইউনিয়ন, পৌরসভার বিভিন্ন এলাকা এবং ফটিকছড়ির বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। এরপর (দুপুরে) র‌্যালিটি রাউজান সরকারি বিশ^বিদ্যালয় কলেজ মাঠে এসে শেষ হয়।

র‌্যালিতে কয়েক’শ মোটরসাইকেল, সিএনজি ট্যাক্সি মিনিট্রাক, জিপসহ বিভিন্ন যানবাহনে সংগঠনের কয়েক হাজার কর্মী, সাধারণ ভক্তসহ বিভিন্নস্তরের মানুষ অংশ নেয়। র‌্যালিশেষে রাউজান সরকারি বিশ^বিদ্যালয় কলেজ মাঠে মাহফিল অনুষ্ঠিত হয়। মাইজভা-ারী গাউছিয়া হক কমিটির কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সম্পাদক, র‌্যালি উদযাপন পরিষদের আহ্বায়ক মো. ইসমাইলের সভাপতিত্বে ও র‌্যালি উদযাপন পরিষদের সচিব আল্লামা মাওলানা হাবিবুল হোসাইন মাইজভা-ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের রাউজান উপজেলা শাখার সভাপতি জাকের হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ইউছুপ আলী, মনজুরুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ এস.এম নুরুচ্ছাফা, মনসুর উদ্দিন, সালাউদ্দিন, সেলিমুল হক রুবেল, মোক্তার আহমদ, লোকমান হাকিম সওদাগর, জাফর আহম্মদ চৌধুরী, সাংবাদিক শফিউল আলম, আক্কাস উদ্দিন মানিক, সাদিকুজ্জমান শফি, জাহাঙ্গীর আলম মাস্টার, রাশেদ তালুকদার, মামুন মিয়া, মোরশেদ আলম, আলী মাস্টার, আবু তৈয়ব মাস্টার,
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন আল্লামা মুফতি ইব্রাহিম আল কাদেরী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট