চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ইউএসটিসি’র বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

১৭ জানুয়ারি, ২০২০ | ৪:০৪ পূর্বাহ্ণ

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি)’র ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তিকৃত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন গতকাল বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি’র সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর এবং সভাপতিত্ব করেন ইউএসটিসি’র উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন ইউএসটিসি’র উপ উপাচার্য প্রফেসর ড. নুরুল আবছার, আইএএইচএস-এর অধ্যক্ষ প্রফেসর ডা. এ এম এম এহতেশামুল হক, ইউএসটিসি’র ফার্মেসি বিভাগের এডভাইজার প্রফেসর ড. আ ব ম ফারুক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মাসুদুল আলম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ইউএসটিসি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) দিলীপ কুমার বড়–য়া এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউএসটিসির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর (ডা.) রমা বড়–য়া, প্রক্টর কাজী নুর-ই-আলম সিদ্দিকী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান আবদুর রশিদ, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান আবদুল মোতালেব ভুইয়া, ইইই বিভাগের প্রধান শাহাদাত হোসাইন। প্রধান অতিথি প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে দৃঢ় মনোবল ও নিজের উপর আস্থা রেখে আগামী ৪টি বছর অধ্যয়নে মনোনিবেশ করার আহবান জানান। সভাপতির বক্তব্যে ইউএসটিসি’র উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ইউএসটিসি’তে একাধিক ’বেস্ট স্টুডেন্ট এওয়ার্ড’ বিদ্যমান রয়েছে। যোগ্যতা অর্জনের মাধ্যমে এসব এওয়ার্ড অর্জন করার জন্য তিনি নবাগত শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষন করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট