চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সড়ক দখল করে চলছে ব্যবসা

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২০ | ৪:০৫ পূর্বাহ্ণ

দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশ দখল করে ব্যবসা করছে ভাসমান হকাররা। সবজি বিক্রেতারা দখল করেছে সড়কের বড় একাংশ। পাশাপাশি রয়েছে মাছ বিক্রেতা, ফল, ও শীতকালিন কাপড়ের কিছু ভাসমান দোকানিরা। ধুনিরপুল থেকে চকসুপার মার্কেট পর্যন্ত ছোট-বড় মিলে প্রায় ৫০ টিরও বেশি ভাসমান দোকানি সকাল থেকে রাত ১২টা পর্যন্ত সড়ক দখল করে করছে ব্যবসা। এতে অতিষ্ট চকবাজার এলাকার বাসিন্দারা। চকবাজার এলাকাটি শিক্ষা ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। তাই এ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীসহ কয়েক লাখ মানুষ বাস করে এখানে। যাদের দৈনিক যাতায়াতের একমাত্র সড়ক এটি। এ ভাসমান দোকানগুলোর কারণে সড়কে প্রায় যানজট লেগে থাকে। এতে দৈনিক দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। অনেক সময় হেঁটে যাতায়াত করার জায়গাও পায় না পথচারীরা। পথচারীরা জানায় দোকানগুলোর কারণে যানজট লেগে থাকে। এ পথ দিয়ে যাতায়াত করতে আমাদের খুব কষ্ট হয় আর সময়ও নষ্ট হয়।

সরেজমিনে দেখা যায়, এখানে একলাইনে সড়কের উপরে আছে ১৫টি দোকান। আরেক লাইনে আছে আরো ১২টি দোকান। আবার ফুটপাত দখল করে আছে আরো ১০টি দোকান। এ দোকানগুলোর মধ্যে সবজির দোকান বেশি। বাকিগুলোর মধ্যে মাছ, ফল, পোশাক, জুতা ও ঘর সাজানোর বিভিন্ন সামগ্রির দোকান। শীতকালিন কাপড়ের আছে প্রায় ৩টি, ছোট বাচ্চাদের গরম কাপড়ের আছে ২টি, ফলের দোকান আছে ২টি, বাকিগুলো সবজির দোকান। মহসিন কলেজের শিক্ষার্থী জাকিব হোসেন জনী বলেন, এ সড়কটিতে সবসময় যানজট লেগেই থাকে। কলেজে যেতে অনেক কষ্ট হয়। এই ভাসমান দোকানিদের কারণে রাস্তায় যানজট লেগেই থাকে। তাদের কারণে আমরা হেঁটেও যাতায়াত করতে পারিনা। আবার পুলের উপরে টমটমগুলো একপাশ পুরোই দখল করে আছে। যার কারণে যানজট আরো তীব্র হয়ে উঠেছে। অনেক সময় হাঁটতে গেলে বিপদজনক ভাবে টমটমের সাথে আহত হতে হয়। দোকানিরা রাস্তার উপরে বেচাকেনা করার কারণে দেখা যায় ক্রেতারাও রাস্তায় দাঁড়িয়ে কেনাকাটা করে। এ বিষয় দোকানিরা বলেন, এখানে বসার জন্য অনেক জনকে টাকা দিতে হয় আমাদের। আমরাতো টাকা দিয়ে ব্যবসা করছি। তারা বসতে না দিলে আমরা বসতাম না। তবে আমাদের জন্য কোথাও বসার সুব্যবস্থা করলে আমরা এখানে বসবো না।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট