চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

হাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ

১৭ জানুয়ারি, ২০২০ | ৩:৩১ পূর্বাহ্ণ

হাটহাজারীর ডাক বাংলো চত্বরে হেফাজতে ইসলামের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া কান্দিরপাড় খতমে নবুয়াত মাদ্রাসা দখলের উদ্দেশ্যে ছাত্রদের ওপর কাদিয়ানী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় গত ১৫ জানুয়ারি।

সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। হেফাজতের পৌর সভাপতি মাওলানা মীর ইদরীস ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দীন মুনিরের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে সিনিয়র মুহাদ্দিস আল্লামা শেখ আহমদ, মুফতি জসীম উদ্দীন আনসারী, মাওলানা ফোরকান আহমদ, মাওলানা জাফর আহমদ, মাওলানা নাসীর উদ্দীন মুনির, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা কাজি সফিউল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ইমরান সিকদার, মাওলানা কামরুল কাসেমী, মুফতি আবু সাঈদ, মাওলানা শফিউল আলম, মাওলানা ইকবাল মাদানী, মাওলানা হাবীবুর রহমান হাবীব, মাওলানা আসাদুল্লাহ আসাদ, মাওলানা উসমান খোকন, জনাব শফিউল আলম প্রমুখ। সমাবশে বক্তারা ব্রাহ্মণবাড়িয়া কান্দিরপাড় খতমে নবুয়াত মাদ্রাসা দখলের উদ্দেশ্যে নিরীহ ছাত্রদের ওপর হামলাকারী কাদিয়ানীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট