চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পটিয়ায় মতবিনিময় সভায় বিসিক শিল্পনগরীর চেয়ারম্যান

আগামীতে আয়োডিনের দাম কমানো হবে

নিজস্ব সংবাদদাতা, পটিয়া

১৭ জানুয়ারি, ২০২০ | ৩:৩১ পূর্বাহ্ণ

বিসিক শিল্পনগরীর চেয়ারম্যান মোস্তাক হাসান বলেছেন, পর্যাপ্ত আয়োডিন না হলে মানুষের শরীরে নানা রোগের সৃষ্টি হয়। তাই মিল মালিকদের লবণে পরিমাণমতো আয়োডিন ব্যবহার করা দরকার। আগামীতে আয়োডিনের দাম কমানো হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

পটিয়া উপজেলা লবণ মিল মালিকদের সঙ্গে যৌথ মতবিনিময় সভায় গত ১৫ জানুয়ারি প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিসিক চট্টগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার আহমদ জামাল নাছের চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও লবণ ব্যবসায়ী মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা পৌর মেয়র ও লবণ মিল মালিক সমিতির সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ, বিসিক ঢাকার প্রজেক্ট পরিচালক আতাউর রহমান ছিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, বিসিক আঞ্চলিক পরিচালক সুবল চন্দ্র নাথ, ইঞ্জিনিয়ার আবুল বশর চৌধুরী, কর্মকর্তা রমেশ চন্দ্র সাহা, পরিদর্শক জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক ফজলুল হক আল্লাই, জাহাঙ্গীর হোসেন ও ওয়াহিদুজ্জামান হেলাল। পরিচালনায় ছিলেন পটিয়া বিসিকের শরীফ খান। মতবিনিময় সভায় লবণ মিল মালিক সমিতির নেতৃবৃন্দ নিরাপদ খাদ্য অধিদপ্তর ও ভোক্তাধিকার সংস্থা কর্তৃক লবণ ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে বিসিক চেয়ারম্যানের প্রতি দাবি জানান। তাছাড়া আয়োডিনের দাম কমানোর দাবি জানান। মতবিনিময় সভায় পটিয়া ইন্দ্রপুলের ৩৬টি লবণ মিল মালিকদের প্রতিনিধি অংশগ্রহণ করে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট