চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

হালদাভ্যালি চা বাগান ব্যবস্থাপক জাহাঙ্গীরের মুক্তি দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

১৭ জানুয়ারি, ২০২০ | ৩:২৩ পূর্বাহ্ণ

হালদাভ্যালি চা বাগানের ব্যবস্থাপক ও বাংলাদেশীয় চা সংসদ চট্টগ্রাম অঞ্চলের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম ও সহকারী ব্যবস্থাপক রাজীব আহমদ রানার মুক্তির দাবিতে ১৫ জানুয়ারি একাধিক সংগঠন বিক্ষোভ, মানববন্ধন, সড়ক অবরোধ ও প্রশাসনকে স্মারকলিপি প্রদান করেছে।

চা বাগান শ্রমিক কর্মচারীদের উদ্যোগে বিবিরহাট বাজারে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনশেষে স্মারকলিপি প্রদান করে শ্রমিক কর্মচারীরা। পরে ফটিকছড়ি বাসস্ট্যান্ড চত্বরে এসে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক প্রায় ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে। এক পর্যায়ে ফটিকছড়ি থানা পুলিশের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেয়। নারায়ণহাট ইউপির সাবেক চেয়ারম্যান আবু জাফর মাহমুদের সভাপতিত্বে এসব কর্মসূচিতে বক্তব্য রাখেন হালদাভ্যালি চা বাগান সহকারী ব্যবস্থাপক রবিন মাহমুদ চৌধুরী, কর্মচারী ইউনিট প্রতিনিধি দেবাশীষ দে, রামগড় চা বাগানের কর্মচারী ইউনিট প্রতিনিধি মো. ইব্রাহীম, চট্টগ্রাম অঞ্চলের কার্মচারী ইউনিট প্রধান অমল কান্তি দাশ, চা শ্রমিক নেতা নিরঞ্জন নাথ মন্টু প্রমুখ। তারা অবিলম্বে ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম ও সহকারী ব্যবস্থাপক রাজীব আহমদ রানার মুক্তি দাবি জানান।

এছাড়াও ১৫ জানুয়ারি বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অপর এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌর মেয়র আলহাজ মো. ইসমাইল হোসন, বোরহান আহমদ, ছাত্রলীগ নেতা জামাল উদ্দিন প্রমুখ। তারা মামলা দােেরর বিষয়কে ষড়যন্ত্রমূলক উল্লেখ করে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট