চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

শাহজালালে বিমান থেকে ৫ রোহিঙ্গা আটক

পূর্বকোণ ডেস্ক

১৯ মে, ২০১৯ | ১:১২ অপরাহ্ণ

শাহজালালে বিমান থেকে পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ রবিবার সকাল সোয়া ৭টার দিকে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে মধ্যপ্রাচ্যে যাওয়ার সময় তাদের আটক করা হয় ।

আটক পাঁচজন হলেন- আরিফা বেগম, মনিকা হোসাইন, সানোয়ারা বেগম, মোহাম্মদ ওমর এবং মোহাম্মদ আব্বাস উদ্দিন। এর মধ্যে আব্বাস উদ্দিন সন্দেহভাজন মানবপাচারকারী চক্রের সদস্য বলে জানা গেছে ।

বিমানবন্দর সূত্র জানায়, গালফ এয়ারের একটি বিমানে করে বাংলাদেশি পাসপোর্টে বিদেশ যাওয়ার সময় চার রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

বিমানবন্দরের এপিবিএন কর্মকর্তা এএসপি আসিফ আটকদের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি জানান, গালফ এয়ারের একটি বিমানে করে বাংলাদেশি পাসপোর্টে বিদেশ যাওয়ার সময় রোহিঙ্গাদের আটক করা হয়েছে

জিজ্ঞাসাবাদের পর তাদের বিমানবন্দর থানায় সোপর্দ করা হবে। সেখান থেকে তাদের ক্যাম্পে পাঠানো হতে পারে।

এর আগে ৩১ মার্চ রবিবার বেলা ১১টায় বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ইন্দোনেশিয়া যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন রোহিঙ্গা নারীসহ চারজনকে আটক করেছিল এপিবিএন। আটকরা শাহজালাল বিমানবন্দর থেকে বেলা সোয়া ১২টায় মালয়েশিয়ান এয়ারযোগে (এম এইচ ১০৩) মালয়েশিয়া হয়ে ইন্দোনেশিয়ায় যাওয়ার পরিকল্পনা করেছিল।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট