চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারীতে কেমিক্যাল মিশ্রিত কলা জব্দ

পূর্বকোণ ডেস্ক

১৯ মে, ২০১৯ | ১১:৪৮ পূর্বাহ্ণ

হাটহজারী উপজেলার প্রায় সব বাজারে বিক্রি হচ্ছে কেমিক্যাল বা রাসায়নিক দিয়ে পাকানো কলা। অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন বিষাক্ত কেমিকেল মিশিয়ে কৃত্রিম উপায়ে কলা পাকাচ্ছে। কাজটি এমন কৌশলে করা হয়, যাতে ক্রেতারা বুঝতে না পারে।

গতকাল শনিবার (১৮ মে) বিকেল সাড়ে পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী সদরের কবুতর হাট এলাকায় কলার আড়তে অভিযান পরিচালনা করে এ ঘটনার সত্যতা পান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীন। অভিযানে ফল পাকাতে ও রং আনতে ব্যবহৃত বিষাক্ত কেমিকেল উদ্ধার এবং এক কর্মচারীকে আটক করা হয়। এছাড়া কেমিক্যাল মেশানো প্রায় দুই মণ আম ও বেশ কিছু কলা ডাস্টবিনে ফেলে দেয়া হয়। উপজেলা প্রশাসনের অভিযান আঁচ করতে পেরে এসব অনৈতিক কাজের সঙ্গে সংশ্লিষ্টরা এসব রাসায়নিক কেমিক্যাল আড়তের ছাদে ও বাইরে ফেলে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন জানান, রাইপেন-১৫ নামে একটি কেমিকেল মেশানোর পর একদিনের মধ্যে কলা পেকে যায়। কোনোটার রঙ হয় হলুদ, কোনোটা আবার গাঢ় হলুদ। এই কেমিক্যাল মানব শরীরে প্রবেশ করলে খুবই ক্ষতি হতে পারে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট