চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ঊনাইনপূরার ১০দিনব্যাপী অভিধর্মপিটক পাঠ সম্পন্ন

সদ্ধর্মরক্ষায় ও সৌন্দর্য বর্ধনে এ জনপদের সন্তানদের ভূমিকা রয়েছে : ডা. প্রভাত

১৬ জানুয়ারি, ২০২০ | ৫:০০ পূর্বাহ্ণ

পটিয়ার ঊনাইনপূরা গ্রামবাসীর উদ্যোগে গ্রামজাত ১৩ মহাস্থবির স্মরণে, আর্য্যশ্রাবক জ্ঞানীশ^র মহাস্থবিরের ১৩২তম জন্মবার্ষিকী উদযাপন ও দ্বাদশ সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবিরের নিরোগ দীঘায়ূ কামনায় দিন-রাত নিরবচ্ছিন্নভাবে মহাকারুনিক বুদ্ধ ভাষিত ১০দিনব্যাপী অভিধর্মপিটক পাঠ গত ১১ জানুয়ারি সম্পন্ন হয়েছে। ঊনাইনপূরা সুহৃদ সম্মিলনী ও ছাত্র কল্যাণ সংসদের ব্যবস্থাপনায় ঊনাইনপূরা সুখলাল সুবেদার মঠ প্রাঙ্গণে নবনির্মিত প-িত শীলানন্দ ব্রহ্মচারি ধর্মাসনে ১০দিনব্যাপী অভিধর্মপিটক পাঠের উদ্বোধন করেন ড. সংঘপ্রিয় মহাস্থবির। তার আগে বুদ্ধকীর্তন সহকারে ঊনাইনপূরা লঙ্কারাম প্রাঙ্গণ থেকে প্রাজ্ঞ ভিক্ষুসংঘ ধর্মপ্রাণ উপাসক-উপাসিকাদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালি গ্রাম প্রদক্ষিণ করে। জয়সেন ভিক্ষুর সঞ্চালনায় সদ্ধর্মদেশনা করেন শীলজ্যোতি মহাস্থবির, অরিন্দম মহাস্থবির, শরণসেন মহাস্থবির, জ্যোতিঃপ্রজ্ঞা থের, বিশ^মিত্র থের, জ্যোতিঃ সুমন থের, মুদিতাপাল ভিক্ষু, জ্যোতিঃ অগ্র ভিক্ষু, পঞ্চশীল প্রার্থনা করেন মনোরঞ্জন তালুকদার, বক্তব্য রাখেন মিলিন্দ রাজ বড়–য়া চৌধুরী, নিত্যময় চৌধুরী, তরুণ কান্তি বড়–য়া ও প্রণব বড়–য়া অর্ণব। সমাপনী দিন সকালে অষ্ট উপকরণসহ মহাসংঘদান শাসনপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে সদ্ধর্মদেশনা করেন শীলজ্যোতি মহাস্থবির, প্রজ্ঞানন্দ মহাস্থবির, ড. সংঘপ্রিয় মহাস্থবির, অরিন্দম মহাস্থবির, শরণসেন মহাস্থবির, বক্তব্য রাখেন বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়–য়া, দেশপ্রিয় বড়–য়া চৌধুরী, পঞ্চশীল প্রার্থনা করেন সুরঞ্জন তালুকদার। বিকালে গ্রামের আলোকিত সন্তান ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদানানুষ্ঠান ড.সংঘপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাংবাদিক প্রণব বড়–য়া অর্ণব ও জয়সেন ভিক্ষুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, মূখ্য আলোচক ছিলেন বৌদ্ধ যুব পরিষদের মহাসচিব অধ্যাপক সরোজ বড়–য়া, বিশেষ অতিথি ছিলেন বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়–য়া, দেশপ্রিয় বড়–য়া চৌধুরী। সভায় প্রধান অতিথি বলেন, ঐতিহ্যের ধারাবাহিকতায় ঊনাইনপূরা আজ বৌদ্ধ সমাজের সামনের কাতারে থেকে নেতৃত্ব দিচ্ছে, এ গ্রামের সন্তানরা সমাজ সংস্কারের, সদ্ধর্মরক্ষায় এবং সদ্ধর্মের সৌন্দর্য বর্ধনে ভূমিকা রেখেছেন। যা বর্তমানে অনুকরণীয় পথপ্রদর্শক। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট