চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উপজেলার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

মফস্বল ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২০ | ৪:৩০ পূর্বাহ্ণ

উপজেলার বিভিন্ন স্থানে শীতার্ত, দরিদ্র ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
পানছড়ি: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলার উল্টাছড়ি ইউপির শীতার্তদের পাশে দাড়িয়েছে নূর মোহাম্মদ। উল্টাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মধ্যনগর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আরফান আলীর সন্তান। এলাকার নিরীহ ও হত-দরিদ্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে মহানুভবতার পরিচয় দিয়েছে বলে এলাকাবাসীরা জানান। জানা যায়, গত ১৩ জানুয়ারি মধ্যনগর এলাকার নিজ বাড়িতে শীতার্ত ২৮ পরিবারের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেয়া হয়। এ ব্যাপারে নুর মোহাম্মদ জানায়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েলের পক্ষে এসব বিতরণ করেছি। উনার হাত ধরেই মানবিককাজে উৎসাহ ও প্রেরণা পেয়েছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
আনোয়ারা: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলার বরুমচড়া ইউনিয়নে ৫ হাজার শীতার্ত মানুষকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ইসি চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রণির পক্ষে কম্বল বিতরণ করলেন আওয়ামী লীগ নেতা আজিজুল হক চৌধুরী নসু। গত ১২ জানুয়ারি বরুমচড়া নিজ বাড়িতে তিনি কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন আনিসুজ্জামান চৌধুরী রনির একান্ত সহকারী সচিব বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, বরুমছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী সেলিম, আওয়ামী লীগ নেতা নজির আহমদ চৌধুরী, রফিক আহমদ বাবুল, নাসির উদ্দিন, আরিফ উদ্দিন, এমদাদুল হক প্রমুখ। কম্বল বিতরণকালে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, ইউসিবির পরিচালক আসিফুজ্জামান চৌধুরী জিমি ও নুরনাহার জামান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
রাঙ্গুনিয়া: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলার পোমরা ইউনিয়নের দক্ষিণ পোমরা মান্নান মার্কেট মাঠে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন (বিসিপিএ) চট্টগ্রাম ডিভিশনাল চ্যাপ্টারের উদ্যোগে শীতার্ত ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গত ১৩ জানুয়ারি কম্বল বিতরণ করা হয়েছে। এ কে এম ফজলুল কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আকতার। এ সময় বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া সরকারি কলেজ ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মাবুদ, সংগঠনের চট্টগ্রাম ডিভিশনাল চ্যাপ্টারের কনভেনার এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ডেপুটি ম্যানেজার একেএম ফজলুল কাইয়ুম চৌধুরী, সেক্রেটারি আবদুল বারী, এমিনেন্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র এরিয়া ম্যানেজার জসিম উদ্দিন, আজিজুল ইসলাম চৌধুরী, প্রকৌশলী আবদুল জলিল, ইউপি সদস্য সাবের আহমদ, সাজ্জাদুর রহমান, ছৈয়দুল আলম, জহির আহমদ, সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন মো. সাইফুল ইসলাম। সভাশেষে ১০০ জন দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
রাজস্থলী: নিজস্ব সংবাদদাতা জানান, রাঙামাটি জেলার কাপ্তাই জোনের ২৩ ইস্ট বেঙ্গল রাজস্থলী আর্মি ক্যাম্পের উদ্যোগে গত ১৪ জানুয়ারি ক্যাম্প প্রাঙ্গণে উপজেলার অসহায় ১৫০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কাপ্তাই ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইয়াসির আদনান, রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নাজমুল সাকিব, ক্যাপ্টেন ইয়াছিন শেখ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আইয়ুব, ওয়ারেন্ট অফিসার মাসুদ, আলমগীর প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট