চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম লেডিস ক্লাবের সভায় বক্তারা ফাহ্মিদা আমিন ছিলেন নারী জাতির অহংকার

১৬ জানুয়ারি, ২০২০ | ৩:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে সাহিত্যিক ফাহ্মিদা আমিনের স্মরণে এক সভা ও দোয়া মাহফিল গতকাল ১৫ জানুয়ারি বুধবার ক্লাব সহ সভানেত্রী সাবিহা মুসার সভাপতিত্বে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ক্লাব সম্পাদিকা বোরহানা কবিরের সঞ্চালনায় ফাহ্মিদা আমিনের জীবন-কর্ম নিয়ে আলোচনায় অংশ নেন ক্লাব উপদেষ্টা ড. জয়নাব বেগম, সহ সাধারণ সম্পাদিকা মিনু আলম, সদস্যা শামীম আরা আহাদ, লায়লা ইব্রাহিম বানু, হাজেরা আলম মুন্নী, আশরাফুন্নেসা, সাকেরা সাদেক, মাইনু নিজাম ও আলেয়া চৌধুরী।

ফাহমিদা আমিনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ক্লাবের সহ সাধারণ সম্পাদিকা আক্তার বানু ফ্যান্সী, কোষাধ্যক্ষ শামীম কাদের সুরমা, ডা. হাফসা সালেহ, রুহি মোস্তফা, রোকেয়া চৌধুরী, আফরোজা বুলবুল তাহের, মুনিরা হুসনা, রেহানা আকতার জুবিলি, সালমা সাদেক, মরিয়ম বেগম মিনা, শাহেদা আখতার (নাসরীন), নাজনীন আরা, সাহানা আখতার বীথি, নাছিমা শওকত, লায়লা বেগম, মর্জিনা আখতার, মাহমুদা বেগম প্রমুখ।স্মরণ সভায় আলোচকরা বিশিষ্ট সাহিত্যিক ফাহমিদা আমিনের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, ফাহ্মিদা আমিন ছিলেন নারী জাতির অহংকার। তিনি ছিলেন অনন্য এক সৃষ্টিশীল মহীয়সী নারী। তিনি জীবদ্দশায় লেখনি ও কথামালার মাধ্যমে নারী জাতিকে উজ্জীবিত করার প্রয়াস চালিয়েছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট