চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ড. ইফতেখার আহবায়ক, প্রবীর সচিব বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী ও মুজিব বর্ষ উদযাপন পরিষদ কমিটি গঠিত

১৬ জানুয়ারি, ২০২০ | ৩:৩০ পূর্বাহ্ণ

২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী ও মুজিববর্ষ বছর ব্যাপী পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা গত মঙ্গলবার নগরীর আগ্রাবাদস্থ বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সহ সভাপতি প্রবীর কুমার সেন। এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু সাঈদ সর্দার, ফেরদৌস হাফিজ খান রুমু, শেখ মাহমুদ ইসহাক, সৈয়দ মাহমুদুল হক, চসিক কাউন্সিলর এইচ এম সোহেল, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, আওয়ামী মহিলা যুবলীগ মহানগরের আহবায়ক সায়রা বানু রশ্মি, সংগঠক শওকত আলী সেলিম প্রমুখ। প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে চবির সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে আহবায়ক ও চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেনকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন পরিষদ গঠন করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট