চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মতবিনিময় সভায় জেলা কমান্ড্যান্ট

জানমাল রক্ষায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে

১৬ জানুয়ারি, ২০২০ | ৩:৩১ পূর্বাহ্ণ

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস জনগণের জানমাল রক্ষায় সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য চট্টগ্রাম প্রশাসনিক জোনে নিয়োজিত অঙ্গীভূত পিসি, এপিসি ও আনসার সদস্যদের প্রতি নির্দেশ প্রদান করেন। গত ১৪ জানুয়ারি সকালে চট্টগ্রাম আসকার দিঘিরপাড় জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে অনুষ্ঠিত অঙ্গীভূত আনসারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা বাহিনী। জেলা কমান্ড্যান্ট আরও বলেন, শৃঙ্খলার মান আরো বৃদ্ধি করতে হবে। মানবিক দিক বিবেচনায় রেখে আনসারদের সুযোগ সুবিধা প্রদান করতে হবে। আরও বক্তব্য রাখেন, জেলার সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান, সার্কেল এডজুটান্ট মো. আমির হোসেন, বন্দর থানা আনসার ও ভিডিপি কর্মকর্তা আ. রশিদ আহম্মদ, ১৬৭টি আনসার ক্যাম্প হতে পিসি, এপিসি ও আনসারসহ ৩ শতাধিক সদস্য মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট