চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইস্পাহানী ব্লেন্ডার চয়েস প্রেজেন্টস হাই-টি পার্টির উদ্বোধন পেনিনসুলায়

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২০ | ৩:৩০ পূর্বাহ্ণ

অভিজাত শ্রেণির নারী ও তাদের পরিবারের জন্য ইস্পাহানী বিশেষায়িত ব্লেন্ডার চয়েস প্রেজেন্টস হাই-টি পার্টি নগরীর জিইসি মোড়স্থ দি পেনিনসুলার রুফটপ ওজন লাউঞ্জে আজ বুধবার থেকে শুরু হয়েছে। পেনিনসুলার রুফটপের ওজন লাউঞ্জের মনোমুগ্ধকর পরিবেশে বিভিন্ন বয়সী নারীরা সঙ্গীসহ তাদের আড্ডা, বিনোদন, খাওয়া-দাওয়াসহ নানা অনুষঙ্গ উপভোগ করতে পারবে। ইস্পাহানী বিশেষায়িত ব্লেন্ডার চয়েস প্রেজেন্টস হাই-টি পার্টি প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। মনোমুগ্ধকর পরিবেশে হাই-টি পার্টির সাথে সঙ্গীতের আয়োজনও করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে হাই-টি পার্টিতে প্রধান অতিথি ছিলেন পেনিনসুলা চিটাগাং এর চেয়ারম্যান মাহবুব-উর রহমান। এসময় পার্টির উদ্বোধন করেন তিনি। এতে বিশেষ অতিথি ছিলেন হাই-টি পার্টির স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানী টি লিমিটেডের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানী, পেনিনসুলা চিটাগাং এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা তাহসিন আরশাদ, জেনারেল ম্যানেজার মুশতাক এইচ লুহান। এছাড়া আরো উপস্থিত ছিলেন ইস্পাহানী ও পেনিনসুলার বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা। পার্টিতে অতিথিরা বলেন, ইস্পাহানী এক ঐতিহ্যবাহী চা এর নাম। যা সৃষ্টির সময় থেকে এখনো পর্যন্ত লাখো ভক্তের মন জয় করে আসছে।

ভক্তদের মন পছন্দনীয় চা হিসেবে ইস্পাহানী ছাড়া আর কোনো কোম্পানী দখল করতে পারেনি। সামনেও পারবে না। দেশ বিদেশে সমান খ্যাতি আছে এই চায়ের। তাই এবারের আয়োজনে পেনিনসুলায় ইস্পাহানী বিশেষায়িত ব্লেন্ডার চয়েস প্রেজেন্টস হাই-টি পার্টি করা হয়েছে। প্রথম দিনে হাই-টি পার্টিতে উপস্থিত ছিলেন অভিজাত পরিবারের অনেক নারী সদস্যরা। তাদের নানারকম খাবারসহ চা পরিবেশন করে পেনিনসুলা কর্তৃপক্ষ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট