চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

হাসনে হেনা বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তারা

ক্রীড়া ও সংস্কৃতি চর্চা শিক্ষাকে বিকশিত করে

১৬ জানুয়ারি, ২০২০ | ৩:৩০ পূর্বাহ্ণ

বাকলিয়াস্থ হাসনে হেনা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্যক্রম গতকাল ১৫ জানুয়ারি বুধবার শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস.এ.এম. শাহাদাত হোসাইন। প্রধান অতিথি বলেন, শিক্ষা জাতির মেরুদ-, একটি দেশ যতই উন্নতির শিখরে পৌঁছাবে তার ধারাবাহিকতার মূলে রয়েছে শিক্ষা। আর এই শিক্ষাকে বিকশিত করার অগ্রণী ভূমিকা পালন করে সাংস্কৃতি চর্চা ও ক্রীড়া। বিশেষ অতিথি ছিলেন দাতা সদস্য বিদ্যালয় পরিচালনা পরিষদের হোসাইন মোহাম্মদ তামজিদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ তালুকদারের পরিচালনায় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শিপ্রা দাশ, শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে রুফিয়ান জানাত, হারাধন চন্দ্র শুর, কণিকা ময়ী পাল, সীমা দাশ, নুরুল কাদের, সৈয়দা শাহীনুর পারভীন, মুক্তা আচার্য, পূরবী দে, শাহাদাত হোসেন প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট