চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মহানগর আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিল

বাংলাদেশে জঙ্গিবাদ ও বর্বরতা যুগের অবসান হয়েছে : মেয়র

১৯ মে, ২০১৯ | ২:৫৭ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, পবিত্র রমজান মাস নেয়ামত ও আত্মশুদ্ধির মাস। এ মাসে জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন তার সাথে আমাদেরকে একাগ্রভাবে কাজ করে যেতে হবে। আজ একথা সত্যি যে, বাংলাদেশে জঙ্গিবাদ ও বর্বরতা যুগের অবসান হয়েছে। তবে তারা নিশ্চিহ্ন হয়নি। আমাদের এ অপশক্তিকে রাজনৈতিক, সামাজিক ও পারিবারিকভাবে বয়কট করতে হবে। গতকাল (শনিবার) নগরীর কাজির দেউড়ীস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মহানগর আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিলে একথা বলেন। মাহফিলে শুভেচ্ছা প্রদানকালে উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম. ফজলে করিম চৌধুরী এমপি বলেন, আজ এ দোয়া মাহফিলে রাজনৈতিক বক্তব্য দেয়ার কোন অবকাশ নেই। তবে নিজেদের আত্মশুদ্ধির স্বার্থে আমাদেরকে শুদ্ধাচারী জীবন-যাপন করতে হবে। সভাপতির ভাষণে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, রমজান মাসে সিয়াম-সাধনা ও সংযমের মাধ্যমে আমাদের দেহ-আত্মাকে পবিত্র করতে পারি। তাই এ মাসে আমাদের প্রকৃত ধার্মিক

হিসেবে ধর্মের মূল বাণীকে ধারণ করতে হবে। উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম.এ. সালাম বলেন, আমরা একনিষ্ঠভাবে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় দায়বদ্ধতা পালন করতে পারলে সমাজ সুন্দর, শান্তি ও সম্প্রীতিময় হবে। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ নঈম উদ্দিন চৌধুরী। জমিয়তুল ফালাহ মসজিদের পেশ ইমাম আলহাজ আহমেদুল হক চৌধুরীর পরিচালনায় এবং মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় মাহফিলে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমান বিপিএম পিপিএম, ডিজিএএফআই চট্টগ্রামের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এমদাদ উল্লাহ, উপ-পুলিশ কমিশনার (সদর) শ্যামল কান্তি নাথ, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মেহেদী হাসান, বিএমএ সভাপতি ডা. মুজিবুল হক খান। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ খোরশেদ আলম সুজন, এম. জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম. রেজাউল করিম চৌধুরী, আলহাজ বদিউল আলম, এম.এ. রশিদ, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, উত্তর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও রাউজান উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, মহানগর আওয়ামী লীগের সম্পাদকম-লীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, হাসান মাহমুদ শমসের, এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, হাজি মোহাম্মদ হোসেন, হাজি জহুর আহমেদ, আবদুল আহাদ, জোবাইদা নার্গিস খান, ডা. ফয়সাল ইকবাল চৌধুরী প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট