চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘সিইউ ক্লাব ৩৪’ এর প্রথম বিশেষ সাধারণ সভা

১৯ মে, ২০১৯ | ২:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ৩৪তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘সিইউ ক্লাব ৩৪’ এর প্রথম বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও ইফতার মাহফিল গত শুক্রবার নগরীর গোলপাহাড় মোড়স্থ ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চবি এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। আমন্ত্রিত অতিথি ছিলেন সিইউ এক্স স্টুডেন্ট ক্লাব ঢাকার সহ সভাপতি সরোয়ার হোসেন আজিজ, চবি এলামনাই এসোসিয়েশনের প্রচার সম্পাদক মু. শাহজাহান চৌধুরী, ৩০ ব্যাচের নাজিমুদ্দিন শিমুল, চবি ৩১ ব্যাচ ক্লাবের সহ সভাপতি মো. ইউসুফ, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান। সিইউ ক্লাব ৩৪’র এডহক কমিটির আহবায়ক জিয়াউল হাসানের সভাপতিত্বে ও সদস্য মু. জমির উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় ক্লাবের গঠনতন্ত্র ও বিগত ৩ মাসের বিভিন্ন সভার কার্যবিবরণীসমূহ এবং আয় ব্যয়ের হিসাব বিবরণীর উপর আলোচনার পর তা সর্বসম্মতভাবে গৃহীত হয়। সভায় নির্ধারিত আলোচ্যসূচীর উপর বক্তব্য রাখেন ৩৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ড. শারমিন মুস্তারী সুমি, ড. শাহ নেয়াজ চৌধুরী, কে এম শহীদুল কাওসার, সহ অধ্যাপক মো. মহসিন, মো. ইয়াকুব, জুয়েল দাশ, ড. জাহেদ খান, সাহেদ আয়তুল্লাহ খান, বিশ্বজিত দাশ, ড. সুমন বড়ুয়া, শরফ্দ্দুীন মাহী, সাদিকা সুলতানা, হারুন অর রশীদ লিটন, জয় দাশগুপ্ত রাজ, সরোয়ার চৌধুরী, দিদারুল আলম, সানজিদা শারমিন, সাইফউদ্দিন তালুকদার, চৌধুরী ওবায়েদ, মুর্শেদ আলী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় এবং সমাজ এই দুইয়ের সেতুবন্ধন হল প্রাক্তন শিক্ষার্থী। কেননা পড়াশোনার পর তারাই সমাজের দায়িত্ব নেয়। কাজেই সমাজ বিনির্মানে তাদের ভূমিকা ব্যপক। বিশেষ অতিথির বক্তব্যে চেম্বার সভাপতি ও চবি এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, এলামনাই এসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের একটি অবিচ্ছেদ্য অংশ। তারাই বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে। আমারা প্রাক্তন শিক্ষার্থীরা নিজ নিজ অবস্থান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের শিক্ষা নিকেতনে পরিনত করতে সহযোগিতা করব।
সভায় উপস্থিত ক্লাব ৩৪’র সদস্যদের সর্ব সম্মতিক্রমে সমাজতত্ত্ব বিভাগের প্রাক্তন শিক্ষার্থী কে এম শহীদুল কাওসারকে সভাপতি, প্রাণ রসায়নের প্রাক্তন ছাত্র এডিসি(ডিবি, বন্দর) মো. সোহেল রানাকে সিনিয়র সহ সভাপতি, মার্কেটিং বিভাগের প্রাক্তন ছাত্র মু. জিয়াউল হাসানকে সাধারণ সম্পাদক, রাজনীতি বিজ্ঞানের প্রাক্তন ছাত্র জমির উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক, লোক প্রশাসনের প্রাক্তন ছাত্র রাজিব দাশকে কোষাধ্যক্ষ করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী সংসদ গঠন করা হয়। নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান উপাচার্য ড. ইফতেখার উদ্দীন চৌধুরী।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট