চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

পেনিনসুলায় ঈদমেলা সম্পন্ন নারী উদ্যোক্তাদের নিয়ে স্থায়ী ব্যবসার প্ল্যাটফর্ম করা হবে : হাসিনা মহিউদ্দিন

১৯ মে, ২০১৯ | ২:৪১ পূর্বাহ্ণ

মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেছেন, ক্ষুদ্র পরিসরে অনলাইনের মাধ্যমে ঘরে বসে মেয়েরা ব্যবসা করে। তাদের তৈরি পোশাক খুবই মানসম্মত। বিভিন্ন এক্সিবিউশনের মাধ্যমে নিজেদের পোশাক প্রদর্শনীর মাধ্যমে ক্রেতাদের দুয়ারে পৌঁছার চেষ্টা করছে। কিন্তু এটি যথেষ্ট হয়। তাদের ব্যবসার সম্প্রসারণ করতে প্রয়োজন স্থায়ীভাবে ব্যবসা করার সুযোগ করে দেয়ার। বৃহৎ পরিসরে নারী উদ্যোক্তাদের সমৃদ্ধ করার এখনই সময়। গতকাল শনিবার সন্ধ্যায় হোটেল পেনিনসুলার ডালিয়া হলে ওয়েকআপ গার্লস’র উদ্যোগে ৩দিনব্যাপী ঈদ মেলার সমাপনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে হাসিনা মহিউদ্দিন এসব কথা বলেছেন। রাইজিং স্টারের প্রতিষ্ঠাতা ইলিয়াছ রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েকআপ গার্লস’র এডমিন ও চিটাগাং উইম্যান চেম্বারের ডিরেক্টর মোস্তারী মোর্শেদ স্মৃতি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজিএমই’র সাবেক ফাস্ট ভাইস প্রেসিডেন্ট, চিটাগাং ক্লাব লিমিটেড’র সাবেক চেয়ারম্যান, চিটাগাং চেম্বারের নবনির্বাচিত ডিরেক্টর এস এম আবু তৈয়ব, বিজিএমই’র ডিরেক্টর লায়ন আরশাদ রহমান। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট