চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

নিহত রাসেল

পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০১৯ | ৪:১৩ অপরাহ্ণ

নগরীর আকবরশাহ এলাকায় পানিতে ডুবে মো. রাসেল (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে আকবরশাহ বিশ্বকলোনি আবাসিক এলাকার দারুল সালাম তাহফিজুল কোরআন নূরীয়া মাদ্রাসার (অনাবাসিক) দ্বিতীয় শ্রেণির ছাত্র।

আজ শনিবার (১৮ মে) সকাল সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে।

মাদ্রাসা প্রধান হাফেজ মো. সাইফুল ইসলাম জানান, মো. রাসেল ও তার মা আল হেরা মসজিদের পাশে একটি ভাড়া বাসায় থাকত। তার মা একজন গার্মেন্টস কর্মী। মাদ্রাসার ক্লাস অনেক পরে শুরু হলেও তার মা  প্রতিদিন কর্মস্থলে যাওয়ার সময় সকালেই তাকে মাদ্রাসায় রেখে যেতো। প্রতিদিনের মতো আজও তাকে মাদ্রাসায় রেখে গার্মেন্টেসে চলে যায়। মাদ্রাসায় ক্লাস শুরুর আগে এই ফাঁকে তার অন্য বন্ধুর সঙ্গে রাসেল  লেকসিটি এলাকায় চলে যায়। সেখানে গোসল করতে তারা দুজনই ঝিলে নামে। কিন্তু ঝিলে পানির গভীরতা বেশি দেখে বন্ধুটি সাঁতরে কূলে উঠে যেতে সক্ষম হলেও রাসেল তলিয়ে যায়। বেঁচে আসা রাসেলের বন্ধুটি ঝিল এলাকায় কর্মরত আনসার সদস্যদের বিষয়টি জানায়। অনেক খোঁজাখুজির পর ১১টার দিকে পানির নিচ থেকে রাসেলকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট