চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চন্দনাইশে প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি নজরুল

দৈনিক পূর্বকোণ জাতীয় পত্রিকার সাথে প্রতিযোগিতা করে আসছে

নিজস্ব সংবাদদাতা , চন্দনাইশ

১৮ মে, ২০১৯ | ২:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ আলহাজ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, দৈনিক পূর্বকোণ চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা হলেও জাতীয় পত্রিকার সাথে সংবাদের মাধ্যমে প্রতিযোগিতা করে আসছে। মরহুম ইউসুফ চৌধুরী পূর্বকোণ প্রচার শুরু করে যা চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের সঠিক চিত্র তুলে ধরার মাধ্যমে এলাকার উন্নয়নে সহায়ক ভূমিকা রেখে যাচ্ছে। ইউসুফ চৌধুরীর স্মৃতি পূর্বকোণ আজ পাঠক সমাজের কাছে অন্যতম একটি প্রচার মাধ্যম হিসেবে পরিচিতি লাভ করেছে। যতদিন পূর্বকোণ প্রচারিত হবে ততদিন ইউসুফ চৌধুরী পাঠক সমাজের কাছে অমর হয়ে থাকবেন। সেই সাথে তাঁর ছেলে স্থপতি তছলিম উদ্দীন চৌধুরী সেই ধারাবাহিকতাকে রক্ষা করে পূর্বকোণকে চট্টগ্রামের অন্যতম প্রচার মাধ্যম হিসেবে ধরে রেখেছিলেন। এখন অন্যান্য ভাইয়েরা এই পত্রিকাটিকে পাঠক সমাজের কাছে গ্রহণযোগ্য পত্রিকা হিসেবে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি পূর্বকোণের সার্বিক সফলতা কামনা করে সঠিক সংবাদ প্রকাশে সকল সাংবাদিকদের আহ্বান জানান।
গতকাল শুক্রবার বিকেলে চন্দনাইশ প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও পূর্বকোণের প্রতিষ্ঠাতা আলহাজ ইউসুফ চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্ত্তী, পূর্বকোণের সার্কুলেশন ম্যানেজার তাপস কুমার নন্দী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসান আল মামুন ও পৌর আ. লীগের আহ্বায়ক এম কায়সার উদ্দীন চৌধুরী। এম এ মুছার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মোজাহেরুল কাদের। আলোচক ছিলেন সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি মাহাফুজ উন নবী খোকন, পটিয়া প্রেসক্লাবের সা. সম্পাদক আবদুল হাকিম রানা, আবদুর রাজ্জাক, এসএম রহমান, এসএম মহিউদ্দীন, এসএম রাশেদ, মুহাম্মদ এরশাদ, আবু তালেব আনসারী, এম ফয়েজুর রহমান, মো. কমরুদ্দিন, মো. শাহাদাত হোসেন, কামরুল ইসলাম মোস্তফা, এম এ হামিদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, ফয়সাল চৌধুরী, মাঈনুদ্দিন প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট