চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আইনের কঠোর প্রয়োগের অভাবে খাদ্যে ভেজাল হচ্ছে : আবু সুফিয়ান

১৮ মে, ২০১৯ | ২:৪২ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির সি. সহ সভাপতি আলহাজ আবু সুফিয়ান বলেছেন, পবিত্র রমজান মাসে খাদ্যদ্রব্যে ভেজালের প্রবণতা দিনদিন বেড়েই চলেছে। রমজানকে ঘিরে এখন ভেজালে ভেজালে সয়লাব বাজার। বিএসটিআইসহ ভেজাল প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর তৎপরতাও আশাব্যঞ্জক নয়। আইনের কঠোর প্রয়োগের অভাবে দুর্বৃত্তরা চরম বেপরোয়া হয়ে ওঠেছে। তারা মুনাফা লুঠতে গিয়ে জনস্বাস্থ্যকে ভয়ানক হুমকির মধ্যে ঠেলে দিচ্ছে। তিনি গতকাল শুক্রবার বিকেলে বোয়ালখালীর কড়লডেঙ্গা ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আবু সুফিয়ান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন কোম্পানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইসকান্দর মির্জা, মনজুরুল আলম মনজু, আনোয়ার হোসেন লিপু, বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ খান, বোয়ালখালী পৌরসভা বিএনপির সভাপতি ও পৌর মেয়র হাজি আবুল কালাম আবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুল হক মান্নান চেয়ারম্যান, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক হাজি মো. ইসহাক চৌধুরী। ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু তালেব, নুরুন্নবী চৌধুরী, মো. শহীদ উল্লাহ চৌধুরী, শেখ মনির উদ্দিন, মো. শাহ আলম, আরিফুল ইসলাম ছোটন, মেহেদী হাসান সুজন, আবদুল মান্নান, হারুনুর রশিদ মেম্বার, আক্কাস মেম্বার, কামাল উদ্দিন, মহানগর যুব দলের সহ-সভাপতি ম. হামিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহীদ আলম শহীদ, যুবদল নেতা গোলাম হোসেন নান্নু, আবুল বশর, লিটন মেম্বার, মমতাজ উদ্দিন, কফিল উদ্দিন, ছাত্রদল নেতা মো. রাসেল, মো. জুয়েল, মো. রাফি, মো. রুবেল, সাদ্দাম হোসেন, মো. শাহেদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট